বেঙ্গালুরু, 29 এপ্রিল: আগামীকাল দ্রোণাচার্য পুরস্কার গ্রহণ করার কথা ছিল তাঁর৷ তার আগে শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ভারতীয় দলের প্রাক্তন অ্যাথলেটিক কোচ পুরুষোত্তম রাইয়ের৷ বয়স হয়েছিল 79 বছর৷
চলতি বছরের দ্রোণাচার্য পুরস্কারের জন্য মনোনিত হন পুরুষোত্তম রাই৷ আগামীকাল দেশের খেলাধুলোর জগতের সর্বোচ্চ পুরস্কার বিতরণী অনুষ্ঠান৷ গোটা অনুষ্ঠানটি হবে ভিডিয়ো কনফারেন্সে৷ সেখানে অংশগ্রহণ করার কথা ছিল বর্ষীয়ান কোচের৷