কলকাতা, 27 সেপ্টেম্বর:প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনের ফুটবল জীবনের উপর তৈরি হচ্ছে বায়োপিক । সোমবার ইস্টবেঙ্গল ক্লাবে তারই আনুষ্ঠানিক ঘোষণা হল । ধাগা প্রোডাকশনের ব্যানারে পরিচালক বাপ্পা পর্দায় নিয়ে আসছেন মেহতাবের বায়োপিক । আগামী বছর এই ছবিটি মুক্তি পাবে বলে জানানো হয়েছে । তবে এখনও পর্যন্ত চরিত্র বিন্যাস তৈরি হয়নি (Footballer Mehtab Hossain biopic directed by Dhruba) ।
মেহতাবের চরিত্রে কে অভিনয় করবেন, তা ঠিক হয়নি । পরিচালক এবং প্রোডাকশন কোম্পানির তরফে মেহতাব হোসেনের চেহারার সঙ্গে মিল আছে, এরকম চেহারা খোঁজা হচ্ছে । সোমবার ছবি তৈরির (Mehtab Hossain biopic) ঘোষণার পাশাপাশি পোস্টারও প্রকাশ করা হল । মেহতাবও নিজের বায়োপিক নিয়ে উত্তেজিত।
ফুটবলার (Mehtab Hossain) বলেন, "এই ছবি আমার ফুটবলার হওয়ার লড়াই, পারিবারিক সংগ্রাম, সাফল্য-ব্যর্থতা সব তুলে ধরবে । আমার জীবনে প্রেম, হিন্দু মেয়ের সঙ্গে ভালোবেসে বিয়ে, এই ঘটনাগুলিও দেখানো হবে । এমনকী স্ত্রী কী ভাবে আমাকে নমাজ পড়তে উদ্বুদ্ধ করেছেন, সেই গল্প বলবে এই ছবি । একই আসনে দুই ধর্মের সহাবস্থান- ঈদ এবং লক্ষ্মীরপুজোর কথা শোনাবে", বলছিলেন এমএইচফোরটিন ।
আরও পড়ুন: লন্ডনের হোটেল রুমে অজ্ঞাতপরিচয় ব্যক্তির প্রবেশ, সর্বস্ব খোয়ালেন ভারতীয় ক্রিকেটার
তবে ফুটবল থেকে অবসর নেওয়ার পরে রাজনৈতিক মঞ্চে যোগদান এবং ত্যাগের গল্পটি থাকছে না । তিনি বলেন, "রাজনীতিতে যোগদান আমার জীবনের ভুল সিদ্ধান্ত । এই ছবি তৈরি হবে আমার ফুটবল জীবনকে ঘিরে", বলছিলেন প্রাক্তন বাঙালি মিডফিল্ডার । এই অনুষ্ঠানে উপস্থিত ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, "মেহতাবের ফুটবলার হয়ে ওঠার গল্প নতুনদের অনুপ্রাণিত করবে । ব্যর্থতায় হতাশ হয়ে মাঠ ছাড়তে চাওয়া একটি মানুষের ঘুরে দাঁড়ানো এবং জার্সির নম্বর পরিবর্তনের পর সাফল্যের চূড়োয় কী ভাবে পৌঁছনো যায়, তা দেখিয়েছে মেহতাব ।"
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপঙ্কর রায়, ষষ্ঠী দুলে, অর্ণব মণ্ডল, অমিত দাস, আলভিটো ডি কুনহার মতো মেহতাবের সমসাময়িক ফুটবলাররা । প্রত্যেকেই এই ছবির ভাবনাকে স্বাগত জানিয়েছেন । বাংলায় ফুটবলকে ভিত্তি করে বহু গল্প-উপন্যাস লেখা হয়েছে । ফুটবলকে নিয়ে সিনেমা তৈরি হয়েছে । সাম্প্রতিককালে প্রয়াত কৃশাণু দে-র বায়োপিক তৈরি হয়েছে । কিন্তু বড় পর্দায় বাঙালি ফুটবলারের বায়োপিক বোধহয় প্রথমবার হতে চলেছে । সেদিক থেকে মেহতাব বাংলা বায়োপিক তৈরিতে মাইলস্টোন হয়ে থাকবে ।
আরও পড়ুন: শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে শহরে ফিরলেন ঝুলন