পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাবার দেখানো পথে নয়, টেবিলে নতুন আকাশের খোঁজ - ডুমুরজলায় টেবিল টেনিস

আকাশ পাল, তনুজ বল্লভ, সৌরাভৃতা সরকার, স্বস্তিকা ঘোষ বাংলার বর্তমান টেবিল টেনিসের মুখ । রাজ্য মিটে ইউথ ও সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে । হিন্দমোটরের মলয় পালের ছেলে । বলা হচ্ছে রাজ্যের সেরা প্রতিভা । ইতিমধ্যে জাতীয় পর্যায়ে ভালো পারফরম্যান্স করেছে ।

আকাশ ও মলয় পাল

By

Published : Oct 24, 2019, 10:40 AM IST

কলকাতা, 24 অক্টোবর : বাবার পথে হাঁটাই হতে পারত নিরাপদ আশ্রয় । কিন্তু নতুনের সন্ধানে ওরা ভিন্ন পথে । ফুটবল নয়, ওদের পছন্দ টেবিল টেনিস । হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে চলছে পূর্বাঞ্চলীয় টেবিল টেনিস । দেশের প্রায় সব নামজাদা খেলোয়াড় এখন ডুমুরজলায় । নয় ফুট বাই পাঁচ ফুট বোর্ডের লড়াইয়ে উন্মাদনা রয়েছে । তারই মধ্যে অবস্থান করছে নতুন প্রজন্মের নতুন পছন্দের ছবি ।

আকাশ পাল, তনুজ বল্লভ, সৌরাভৃতা সরকার, স্বস্তিকা ঘোষ বাংলার বর্তমান টেবিল টেনিসের মুখ । আকাশ রাজ্য মিটে ইউথ ও সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে । সে হিন্দমোটরের মলয় পালের ছেলে । বলা হচ্ছে রাজ্যের সেরা প্রতিভা । ইতিমধ্যে জাতীয় পর্যায়ে ভালো পারফরম্যান্স করেছে । ক্লাস টুয়েলভের ছাত্র আকাশ পূর্বাঞ্চলীয় টিটিতে দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে । বাবা মলয় পাল গোলরক্ষক ছিলেন । মহমেডানের হয়ে মহম্মদ হাবিবের কোচিংয়ে দ্বিতীয় ডিভিশন আই লিগে খেলেছেন সেন্ট্রাল এক্সারসাইজ়ে চাকুরিজীবী মলয় । ফুটবল থেকে অবসর নেওয়ার পরে টেনিসের আম্পায়ারিং শিখে ম্যাচ পরিচালনা করছেন চলতি পূর্বাঞ্চলীয় টিটিতে । আকাশ পাল বুধবার বিদায় নিয়েছেন । কিন্তু ম্যাচ পরিচালনা করছেন মলয় । মোহনবাগানের জার্সিতে খেলা ডিফেন্ডার সৌমেন সরকারের মেয়ে সৌরাভৃতা এখন ক্যাডেট বিভাগে খেলছে । সৌমেনের সতীর্থ হাওড়ার তনুজ বল্লভ 1997 সালের অমল দত্তর ডায়মন্ড সিস্টেমের দলে মিডফিল্ডার ছিলেন । মহমেডানের হয়ে খেলেছেন । তাঁর ছেলে তমাল বল্লভ ইতিমধ্যে এশিয়ান স্কুল টিটিতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ পেয়েছেন । বাংলার টেবিল টেনিসের নজরকাড়া নাম তমাল ।

বাংলার মেয়ে হলেও মহারাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করেন স্বস্তিকা ঘোষ । তার বাবা সন্দীপ কলকাতা ময়দানে জর্জ টেলিগ্রাফ, তালতলার হয়ে খেলেছেন । কর্মসূত্রে মুম্বইয়ে থাকতে হয়‌ । ফলে স্বস্তিকা মহারাষ্ট্রের হয়ে নামেন । তিনি ওমান যাচ্ছেন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে । স্বস্তিকার পৃষ্ঠপোষক বিরাট কোহলি ফাউন্ডেশন । সন্দীপ এখন টেবিল টেনিসের গ্রেড টু লেভেল কোচ । দুদশক ধরে তিনি কোচের দায়িত্ব সামলাচ্ছেন। বাবা নয় স্বস্তিকা র প্রেরণা অবশ্য তার তিরানব্বই বছরের দাদু নির্মল ঘোষ। শৈলেন মান্নার সঙ্গে ফুটবল খেলা মানুষটিও নাতনির সাফল্যে গর্বিত ।

ডুমুরজলায় পূর্বাঞ্চলীয় টিটির আসর শুধু সেরার লড়াই নয়,নতুনদের উঠে আসার মঞ্চ। যেখানে ফুটবল ও টেবিল টেনিস হাত ধরাধরি করে চলে।

ABOUT THE AUTHOR

...view details