কলকাতা, 16 নভেম্বর: "অপেক্ষা তো করেছিলাম ৷ কিন্তু সাড়া না পেয়ে বেঙ্গালুরু এফসিতে চলে গিয়েছিলাম । এখন চুক্তি ভেঙেই ফিরে এলাম । দেখি কোন দল আমাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায় । ইস্টবেঙ্গলের সঙ্গে কোনও কথা হয়নি । সব জায়গায় দেখছি আমি ইস্টবেঙ্গলে ফিরছি বলে লেখা হচ্ছে । বিষয়টি একেবারেই তা নয় । ওদের কোচ এখন পরের ম্যাচ নিয়ে ব্যস্ত । জানুয়ারির আগে তো কিছু হবে না । তবে আমার পুরনো দল যদি প্রস্তাব দেয়, তাহলে অবশ্যই যোগ দেব", এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলেন হীরা মণ্ডল (Hira Mondol) ।
গত মরশুমে আইএসএলে লাল-হলুদ জার্সিতে দারুণ পারফরম্যান্স করেছিলেন ৷ ইস্টবেঙ্গলের কুৎসিত পারফরম্যান্সের মধ্যে বাঙালি সাইডব্যাকের পারফরম্যান্স ছিল এককুচি হীরক খণ্ড ৷ নতুন মরশুমে ইস্টবেঙ্গলের জার্সিতে তাঁকে ফের দেখা যাবে বলে আশা করেছিল লাল-হলুদ সমর্থকেরা । হীরা জানিয়েছেন, তিনি অপেক্ষা করেছিলেন ৷ কিন্তু বেশিদিন অপেক্ষার সাহস দেখাতে পারেননি । তাই ঝুঁকি নিয়ে চলে গিয়েছিলেন বেঙ্গালুরু এফসিতে (Bengaluru FC) ৷ সেখানে যোগ দিলেও অভিজ্ঞতা যে ভালো হয়নি, তা দেখা যাচ্ছে ৷ ডাগ আউটে বসে দিন কাটছিল ।