পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Pele: অবস্থা আশঙ্কাজনক, হাসপাতালে ভর্তি ফুটবল সম্রাট পেলে - পেলে

শারীরিক অবস্থা ভালো নয় ৷ সঙ্কটজনক অবস্থায় সাও পাওলোর হাসপাতালে ভর্তি করা হল পেলে-কে (Pele)৷ সঙ্গে রয়েছেন স্ত্রী মার্সিয়া ৷

Etv Bharat
হাসপাতালে ভর্তি ফুটবল সম্রাট পেলে

By

Published : Nov 30, 2022, 10:37 PM IST

সাও পাওলো, 30 নভেম্বর:আবারও হাসপাতালে ভর্তি হলেন ফুটবল সম্রাট পেলে (Football Legend Pele Hospitalised)। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঠিকমতো খেতে পারছেন না তিনি । রয়েছে হৃদরোগের সমস্যাও । শরীর ফুলে গিয়েছে । হঠাৎ করেই শারীরিক সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় পেলেকে (Pele)। মানসিক দিক থেকেও কিছুটা বিভ্রান্ত হয়ে গিয়েছেন তিনি ।

গত কয়েকদিনে বারবারই হাসপাতালে ভর্তি করতে হয়েছে পেলেকে । মঙ্গলবার অবস্থা অবনতি হওয়ায় সাও পাওলোর অ্যালবার্ট হাসপাতালে ভর্তি করতে হয় পেলেকে । তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী মার্সিয়া । বেশ কিছুদিন ধরেই শরীর ভাল না-থাকায় কেমোথেরাপি দেওয়া যায়নি তাঁকে । এপ্রিলেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details