নয়াদিল্লি, 4 অক্টোবর: দিল্লিতে এআইএফএফ এর অফিসে ভারতীয় ফুটবল দলের কোচের বর্ধিত মেয়াদের চুক্তিপত্রে (Contract Extension) সই করলেন ইগর স্টিমাচ (Igor Stimac) ৷ 2023 সালের এএফসি এশিয়ান কাপ পর্যন্ত তাঁর নিয়োগচুক্তি বাড়ানো হয়েছে (AFC Asian Cup 2023) ৷ গত মাসে এআইএফএফ এর টেকনিক্যাল কমিটির বৈঠকে ইগর স্টিমাচের চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷ তার পরেই এ দিন দিল্লিতে এআইএফএফ এর সদর দফতরে বর্ধিত মেয়াদের চুক্তিতে সই করলেন স্টিমাচ ৷
বর্ধিত চুক্তিপত্রে সই করার পর স্টিমাচ জানান, ‘‘যে পদ্ধতিতে আমি কাজ করছি, তাতে এআইএফএফ আস্থা রেখেছে ৷ এতে আমি অনেক খুশি ৷ এশিয়া কাপের কোয়ালিফায়ারে আমরা অনেক ভালো খেলেছি ৷ আর আমাদের লক্ষ্যে এশিয়া কাপের আগে নিজেদের আরও ভালো করে প্রস্তুত করা ৷ আর নিজেদের এশিয়া কাপের মূলপর্বে আরও বেশি করে দাবিদার করার সুযোগ তৈরি করতে চাইছি ৷’’