মেলবোর্ন, 31 অক্টোবর: সৌদি আরবের রাস্তা পরিষ্কার করে দিল অস্ট্রেলিয়া ৷ 2034 ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য দরপত্র তুলবে না-বলে জানিয়ে দিয়েছে ফুটবল অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ ৷ ফলে সৌদি আরবের ফিফা বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে তেমন কোনও বাধা রইল না-বলে মনে করা হচ্ছে ৷ উল্লেখ্য, গত 5 অক্টোবর এশিয়ান ফুটবল কনফেডারেশন সৌদি আরবের দরপত্র তোলার বিষয়ে সমর্থন জানিয়েছিল ৷ এর পরেই 2034 ফিফা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার আয়োজক হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে গিয়েছিল ৷
অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর 2034 ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য দরপত্র তুলতে আগ্রহ প্রকাশ করেছিল ৷ কিন্তু, পরবর্তী সময়ে সেই সম্ভাবনাও খারিজ হয়ে যায় ৷ কারণ, ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন পরবর্তী সময়ে ফুটবলের এই মেগা টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে সৌদি আরবকে সমর্থন জানায় ৷ এর পরেই আজ ফুটবল অস্ট্রেলিয়া আজ একটি বিবৃতি জারি করেছে ৷
ওই বিবৃতিতে ফুটবল অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘‘আমরা ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য দরপত্র তোলার সুযোগ পেয়েছিলাম ৷ সেক্ষেত্রে আমরা সব দিকগুলি খতিয়ে দেখেছি ৷ তার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, 2034 ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য আমরা দরপত্র তুলব না ৷’’ এর বদলে 2029 সালে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং মহিলাদের 2026 এশিয়ান কাপ আয়োজনের জন্য দরপত্র তুলবে ফুটবল অস্ট্রেলিয়া ৷ ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা বিশ্বাস করি বিশ্বে মহিলাদের ফুটবলের সবচেয়ে পুরনো ইভেন্টের আয়োজনের ক্ষেত্রে আমরা যথেষ্ঠ শক্তিশালী দাবিদার ৷’’
আরও পড়ুন:‘মেসি ইজ ইনফিনিটি’, দিয়েগোর জন্মদিনে লিও’র ঝুলিতে অষ্টম ব্যালন ডি’অর
ফুটবল অস্ট্রেলিয়া বিবৃতিতে উল্লেখ করেছে, ‘‘2026 এএফসি ওমেন্স এশিয়ান কাপ এবং তার পর বিশ্বের সেরা দলগুলিকে 2029 ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে স্বাগত জানাতে আমরা প্রস্তুত ৷’’ এ বছর জুলাই ও অগস্ট মাসে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যৌথ উদ্যোগে মহিলাদের ফিফা বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছিল ৷ যে টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ইংল্যান্ড এবং স্পেন ৷ প্রথমবার ফাইনালে উঠে স্পেনের মহিলা ফুটবল দল বিশ্বসেরার খেতাব জিতেছিল ৷