কলকাতা, 25 জুন : কোর টিম বলতে সেই অর্থে কিছু থাকছে না । আপফ্রন্ট থেকে শুরু করে ডিফেন্স, সবেতেই আসন্ন মরশুমে নতুনের ছোঁয়া এটিকে মোহনবাগানে । স্বভাবতই দলবদলের বাজারে সবুজ-মেরুন যে ঝড় তুলবে, সেটা আঁচ করা গিয়েছিল আগেই । আর ট্রান্সফার মার্কেট খুলতেই সেই সম্ভাবনাতেই একের পর এক সিলমোহর দিয়ে চলেছে কলকাতা জায়ান্টরা। আশিক কুরুনিয়ান, আশিস রাই-দের মতো দেশীয় ইউটিলিটি ফুটবলারদের সই করানোর পর বৃহস্পতিবার তিরির বিকল্প হিসেবে ব্র্যান্ডন হামিলের নাম ঘোষণা করেছিল এটিকে মোহনবাগান । ঠিক তার পরদিনই আরও বড় চমক । জুভেন্তাস তারকা পল পোগবার ভাই ফ্লোরেন্তিন পোগবা আসন্ন মরশুমের জন্য যোগ দিচ্ছেন সবুজ-মেরুনে (Florentin Pogba to join ATK Mohun Bagan in one year deal) ।
এটিকে মোহনবাগানের তরফে এখনও অফিসিয়ালি ঘোষণা না-হলেও পোগবার বাগানে যোগ দিতে চলার খবর জানিয়ে দেওয়া হল তাঁর প্রাক্তন ক্লাব এফসি সোশাক্স মন্টবেলিয়ার্ডের তরফে । লিগা 2-এর এই ক্লাব শুক্রবার টুইটারে ফ্লোরেন্তিন পোগবাকে বিদায়ী-বার্তায় লেখে, "ফ্লোরেন্তিন পোগবা একবছরের চুক্তিতে এটিকে মোহনবাগানে যোগ দিতে চলেছেন । কয়েক সপ্তাহের মধ্যে ৩২-এ পা দিতে চলা প্রাক্তন সেন্ট্রাল ডিফেন্ডারকে এফসিএসএম তাদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছে ।"