কলকাতা, 31 জুলাই: বাগানের হয়ে খেলতে শহরে পা দিলেন ফ্লোরেন্তিন পোগবা । গিনির জাতীয় দলের ফুটবলার প্রথম দিনের অনুশীলনে যতটা বল পায়ে সপ্রতিভ ততটাই সাংবাদিক সম্মেলনে চনমনে (Florentin Pogba reaches Kolkata to Play for ATK Mohun Bagan)। প্রতিটি প্রশ্নের উত্তর দিলেন স্পষ্টভাবে। ভারতীয় ফুটবল সম্বন্ধে ধারণা না থাকা পোগবা বলেন, "নতুন দেশের সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছে থেকেই ভারতে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। চোট পাওয়ার পরে আমাকে আমার এজেন্ট বলেছিলেন এটিকে মোহনবাগানের একজন ডিফেন্ডার লাগবে। তারপর নতুন দেশ নতুন ফুটবল আবিষ্কারের লক্ষ্যে ভারতে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম।"
রবিবার অনুশীলনে নেমে সহ-খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়ার পরে কোচ জুয়ান ফেরান্দোর সঙ্গে কথা বলেন। তারপর মাঠ জুড়ে বেশ কয়েক পাক চক্কর দেওয়ার পরে দলের ফিজিওর কাছে শারীরিক কসরৎ সারেন। বল নিয়ে একা কিছুক্ষণ অনুশীলন করতেও দেখা গিয়েছে তাঁকে। দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তির জন্যই প্রথম দিনের অনুশীলনে কিছুটা নিষ্প্রভ।
আরও পড়ুন:রায়ো ভ্যালেকানোর বিরুদ্ধে নামছেন, ইউনাইটেডে অনিশ্চিত ভবিষ্যতের মাঝেই বড় ঘোষণা ক্রিশ্চিয়ানোর
কলকাতায় পা দেওয়ার আগে আইএসএলে খেলে যাওয়া নামী ফুটবলারদের কাছ থেকে এখানকার ফুটবল সম্বন্ধে শুনেছেন। তাছাড়া ভারতীয় ফুটবল সম্পর্কে ধারণা নেই। পদবী পোগবা বলেই বল নিয়ে নামার আগেই আগ্রহ তুঙ্গে। তাঁর খেলা দেখতে বিখ্যাত পল পোগবাকে ডাকার ইচ্ছে নেই ভাই ফ্লোরেন্তিনের। এ নিয়ে তিনি বলেন, "ওর মরশুম শুরু হয়ে যাবে। ওই সময় ওকে বিরক্ত করতে চাই না। ও ওর খেলা নিয়ে ব্যস্ত থাকুক ৷"