কলকাতা, 2 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের ধাক্কা কলকাতা ফুটবল লিগে। 25 জুন থেকে প্রিমিয়ার লিগ শুরু হলেও তিন বড় দল নামছে জুলাই মাসের প্রথম সপ্তাহে। 5 জুলাই মোহনবাগান তাদের প্রথম ম্যাচ খেলবে। পরের দিন মহামেডান স্পোর্টিং নামছে। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ছিল 10 জুলাই। নিজেদের মাঠে খেলতে নামত লাল-হলুদ। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের ধাক্কায় ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচটি পিছোচ্ছে। ফলস্বরূপ বদলে গেল কলকাতা লিগে ইস্টবেঙ্গলের সূচি। 10 জুলাই পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার কথা ছিল ইস্টবেঙ্গলের। সূচি নিয়ে আপত্তি জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।
রাজ্যে 8 জুলাই পঞ্চায়েত ভোট। ভোটের ডিউটি রয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করতে হবে পুলিশ দলের সদস্যদের। এর মাত্র দুইদিন পর বিনা প্রস্তুতিতে ম্যাচ খেলা কার্যত অসম্ভব। সেই কারণেই বাংলার ফুটবলের নিয়ামক সংস্থার কাছে এই ম্যাচ পিছনোর আবেদন জানিয়েছে পুলিশ। সেই আবেদন গ্রহণ করেছে আইএফএ। মহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সি উদ্বোধনের অনুষ্ঠানে এসেছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। সেখানেই তিনি বলেন, "একেবারেই সঠিক দাবি। ওরা কী করবে। তবে আমাদেরও ভাবতে হচ্ছে। কারণ, এরপর তিন বড় দল ডুরান্ড খেলবে। সময় দরকার। এই ম্যাচ 10 জুলাই না-হলে 13 জুলাই ইস্টবেঙ্গল রেনবো এফসি'র বিরুদ্ধে খেলা শুরু করবে।"