মেলবোর্ন, 20 অগস্ট: প্রথমবার ফাইনালে পৌঁছেই বাজিমাত ৷ ফিরল সার্জিও বুসকেটস, আন্দ্রে ইনিয়েস্তাদের সোনালি ইতিহাস ৷ প্রথমবার মহিলাদের ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল স্পেন ৷ 1-0 গোলে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বজয়ীর খেতাব উঠল স্প্যানিশ মহিলা দলের মাথায় ৷ পুরুষ দলের ঠিক 11 বছর বাদে ৷ সিডনিতে এদিন ম্যাচের 29 মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন দলের ডিফেন্ডার তথা অধিনায়ক ওলগা কারমোনা ৷ সেই সঙ্গে প্রথমবার ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন স্প্যানিশ মহিলা দল ৷
রবিবারের ফাইনালে শুরু থেকেই দাপট দেখান স্পেনের মেয়েরা ৷ তাঁদের পাসিং ফুটবলের সামনে শুরু থেকেই ছন্নছাড়া দেখায় ব্রিটিশদের ৷ এমনকী বার্সেলোনায় খেলা ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ এবং কেইরা ওয়ালশকে ব্যবহার করেও স্পেনের পাসিং ফুটবলের জবাব পেলেন না ব্রিটিশ কোচ সারিনা ওয়েইগম্যান ৷ এ দিন বল পজিশনেও ইংল্যান্ডের ফুটবলাররা অনেকটাই পিছিয়ে ছিলেন ৷ ম্যাচে 58 শতাংশ বল পজিশন ছিল স্প্যানিশ আর্মাডার দখলে ৷ তবে, একাধিক সুযোগ তৈরি করলেও তা গোলে কনভার্ট করতে পারেননি স্পেনের মেয়েরা ৷