পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Switzerland vs Portugal: নেশনস লিগে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে হার রোনাল্ডো-বিহীন পর্তুগালের - Switzerland Victory Over Portugal

2022 উয়েফা নেশনস লিগে প্রথম হার পর্তুগালের ৷ রোনাল্ডো-বিহীন পর্তুগাল অপেক্ষাকৃত দুর্বল সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে 1-0 গোলে হারল (First-Minute Strike by Haris Seferovic Earned Switzerland Victory Over Portugal) ৷ ফলে পয়েন্ট তালিকায় দু’নম্বরে নেমে গেল পর্তুগাল ৷

First-Minute Strike by Haris Seferovic Earned Switzerland Victory Over Portugal
First-Minute Strike by Haris Seferovic Earned Switzerland Victory Over Portugal

By

Published : Jun 13, 2022, 10:58 AM IST

Updated : Jun 13, 2022, 11:21 AM IST

জেনেভা, 13 জুন : উয়েফা নেশনস লিগে (UEFA Nations League) গ্রুপ টু-তে প্রথম হার রোনাল্ড-বিহীন পর্তুগালের (First-Minute Strike by Haris Seferovic Earned Switzerland Victory Over Portugal) ৷ পয়েন্ট তালিকায় সবচেয়ে নিচে থাকা সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে 1-0 গোলে হারতে হল দিয়েগো জোটা, বের্নার্ডো সিলভাদের মতো খেলোয়াড়দের নিয়ে তৈরি পর্তুগিজ দলকে ৷ ম্যাচের প্রথম মিনিটেই সুইস ফরওর্য়াড হ্যারিস সেফেরোভিচ গোল করেন ৷

এ দিন অপেক্ষাকৃত দুর্বল সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে রোনাল্ডোকে বিশ্রাম দিয়েছিলেন কোচ ফার্নান্দো স্যান্টোস ৷ 4-3-3 ফরমেশনে দল সাজিয়ে ছিলেন তিনি ৷ কিন্তু, ম্যাচের প্রথম মিনিটেই গোল হজম করতে হয় পেপে, চ্যান্সেলো, মেন্ডেজ এবং পেরেইরার মত বিশ্বসেরাদের নিয়ে তৈরি পর্তুগিজ ডিফেন্সকে ৷ এ দিন ব্রুনো ফার্নান্ডেজকে মাঝমাঠে খেলিয়ে ছিলেন স্যান্টোস ৷

এ দিন ম্যাচের 57 সেকেন্ডে সুইস ডিফেন্ডার সিলভান উইডমারের ক্রসে ডি-বক্সের ভিতরে হেডারে গোল করেন হ্যারিস সেফেরোভিচ ৷ প্রথম গোল হজম করার পর কিছুটা চাপে পড়ে যায় পর্তুগাল ৷ প্রথম অর্ধে সে ভাবে ম্যাচে ফিরতে পারেননি পর্তুগিজরা ৷ তবে, দ্বিতীয় অর্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় বেনার্ডো সিলভারা ৷ ম্যাচের 63 মিনিটে সুইৎজারল্যান্ডের বক্সের সামনে থেকে জোরাল শট নেন বেনার্ডো সিলভা ৷ তবে, তা গোলে পরিণত করতে পারেননি তিনি ৷ ম্যাচের 78 মিনিটে দিয়োগো জোটার দুর্দান্ত হেডারও আটকে দেন সুইস গোলকিপার ৷ এর পর আর সে ভাবে সুযোগ তৈরি করতে পারেনি পর্তুগাল ৷

আরও পড়ুন :Sunil Chhetri : 17 বছর দেশের জার্সিতে, সামনে তাকাতে চান সুনীল

এ দিনের হারের পর গ্রুপ পর্যায়ে দ্বিতীয় লেগে পয়েন্ট তালিকায় দু’নম্বরে নেমে গেল পর্তুগাল ৷ অন্যদিকে, চেক রিপাবলিককে 2-0 গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় এক নম্বরে উঠে এসেছে স্পেন ৷ 24 মিনিটে কার্লোস সোলার এবং 75 মিনিটে পাবলো সারাবিয়ার গোলে জয় নিশ্চিত করে স্পেন ৷ নেশনস লিগের পরের ম্যাচ আবার শুরু হবে সেপ্টেম্বর মাসে ৷

Last Updated : Jun 13, 2022, 11:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details