হ্যাংঝাউ, 25 সেপ্টেম্বর: এশিয়ান গেমসের দ্বিতীয় দিনের শুরুটা দারুণভাবে করল ভারত। চলতি এশিয়ান গেমসে এল প্রথম সোনা ৷ সোমবারের সকলেই এশিয়াডে এল খুশির খবর। পুরুষদের শুটিংয়ের দল পেল সাফল্য ৷ শুটিংয়ে 10মিটার এয়ার রাইফেলে ভারতকে সোনা এনে দিলেন তিন জন। এঁরা হলেন রুদ্রাঙ্ক পাতিল, ঐশ্বর্য তোমর এবং দিব্যাংশ পানওয়ার ৷ এর পাশাপাশি পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে বিশ্ব রেকর্ড গড়ল ভারত। ভারতের পয়েন্ট 1893.7 পয়েন্ট। আগের রেকর্ড ছিল চিনের। তারা 1893.3 পয়েন্ট স্কোর করেছিল। সেই রেকর্ড টপকে গেল ভারত।
আজ 1890.1 পয়েন্ট স্কোর করে কোরিয়া দ্বিতীয় স্থানে শেষ করে রুপো পেয়েছে। আয়োজক দেশ চিন পেয়েছে ব্রোঞ্জ। তাদের পয়েন্ট 1888.2। এদিন ছয় নম্বর সিরিজের পরে সোনা নিশ্চিত করে ভারত। দারুণ একটা ফাইট ব্যাক করে এশিয়ান গেমসে ভারতের জন্য প্রথম সোনা জেতে ভারত। সোনা জয়ের আবহেই সোমবার সকালে আরও এক খুশির খবর ৷ রোয়িংয়েও দু'টি ব্রোঞ্জ জিতল ভারত। 'মেন্স ফোর' বিভাগে যশবিন্দর, ভীম, পুনিত এবং আশিস ব্রোঞ্জ পেয়েছেন। 'কোয়াড্রপল স্কালস' বিভাগে ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন সতনম সিংহ, পারমিন্দর সিংহ, জাকার খান এবং সুখমিত সিংহ।