কলকাতা, 22 মার্চ: লাল-হলুদে ট্রফি নেই, ভাবাচ্ছে মহানাগরিককেও । বুধবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গলের প্রয়াত সচিব দীপক পল্টু দাসের 22তম প্রয়ান দিবসের অনুষ্ঠানে এসেছিলেন ফিরহাদ হাকিম । কলকাতার মহানাগরিক নিজেকে লাল-হলুদ সমর্থক বলে ঘোষণা করেন । তাঁর ইস্টবেঙ্গলের প্রতি ভালোবাসা নতুন নয় । আগেও তিনি তা প্রকাশ করেছেন (Firhad Hakim says East Bengal will come back) ।
কিন্তু দীপক জ্যোতি অনুষ্ঠানে লেখক মণিশংকর মুখোপাধ্যায় ওরফে শংকর এবং চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়কে জীবনকৃতি সম্মানে সম্মানিত করার পরে ইস্টবেঙ্গলের ব্যর্থতা নিয়ে চিন্তা প্রকাশ করে ফেলেন । তিনি বলেন, “আমাদের ক্লাবের একটা খারাপ সময় যাচ্ছে । সমর্থকরা আশা নিয়ে মাঠে যায়, নিরাশ হয়ে ফিরে আসে । মনে হয় পল্টুদা থাকলে এরকম হত না । পল্টুদা এমন একটা ম্যাজিক দেখাতেন যে আইএসএল জিতে যেত টিম । পল্টুদা'র আদর্শ শুধু জেতা নয়, প্লেয়াররা সবসময় তাঁদের সঙ্গে থাকবে । সেই আদর্শ এগিয়ে নিতে যাচ্ছে নিতুদা'রা । অন্য ক্লাব প্লেয়ারদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব সম্মান করে । লড়ব এবং জিতব, নিজের চেষ্টায় আইএসএল জিতব । আমরা সূর্য সেনের বংশধর । আমরা করব, লড়ব, জিতব । কোনও কর্পোরেটের ভরসায় নয়, নিজেদের ভরসায় জিতব ।”