দোহা, 26 নভেম্বর: কয়েকঘণ্টা পরেই মরণবাঁচন ম্যাচে নামছেন লিও মেসিরা । সেই লুসালির আকাশই ঢাকল ঘন কালো ধোঁয়ায় । নবনির্মিত শহরের একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে এদিন আগুন লাগে । ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও এখনও পর্যন্ত ঘটনায় কোনও প্রাণহানী হয়নি বলেই জানা গিয়েছে ।
মেক্সিকোর বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে নামছে লিওনেল মেসির আর্জেন্তিনা (Argentina Do or Die Match in World Cup) ৷ যে ম্যাচ জিতলে তবেই ফিফা বিশ্বকাপে নিজেদের জায়গা ধরে রাখতে পারবেন মেসি-দিবালারা ৷কাতারের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, লুসালি শহরের একটি দ্বীপে দুপুরের পর আগুন লাগার ঘটনা ঘটেছে । ঘটনাস্থল লুসালি স্টেডিয়াম থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে । ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, জ্বালানি সমৃদ্ধ কাতার ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকির সম্মুখীন হচ্ছে ।