কলকাতা, ৮ জুন: ভাল নেই বাংলার অন্যতম প্রতিভাবান রাইফেল শুটার ঋতিকা কর্মকার । কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি । মারণ ভাইরাস করোনা তাঁকে স্পর্শ করেনি । ঋতিকা লড়াই করছে কালান্তক ক্যানসারের সঙ্গে । ব্লাড ক্যানসারে আক্রান্ত তিনি । ঠিক একবছর আগে লকডাউনের প্রথমপর্বে ক্যানসারকে হারিয়ে বাড়ি ফিরেছিলেন তিনি ।
সেদিনের সেই উচ্ছ্বল তরুণীর চোখে ছিল জীবনকে নতুনভাবে জয় করার প্রতিজ্ঞা । কিন্তু সব প্রতিজ্ঞা পূরণ হয়তো কঠিন হয় । যে ব্লাড ক্যানসারকে হারানো সম্ভব হয়েছিল বলে চিকিৎসক এবং সকলে মনে করেছিল তারা সকলেই ভুল প্রমাণিত হয়েছে । ফের অসুস্থ হয়ে টাটা ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের ছাত্রী ঋতিকা । জাতীয় স্কুল গেমস এবং রাজ্য শুটিংয়ের আসরে নজরকাড়া তাঁর পারফরম্যান্স উজ্বল ভবিষ্যতের আশা দেখিয়েছে । কোচ জয়দীপ কর্মকার বলছেন,"মেয়েটির মধ্যে হার না মানা মনোভাব রয়েছে । যেকোনও জিনিস দ্রুত শিখে নিতে পারে । আবার অসুস্থ হয়ে পড়ার খবরে সত্যিই খারাপ লাগছে । চিকিৎসা চালাতে বিপুল খরচ । এখন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে । সবাই মিলে চেষ্টা করতে হবে এই প্রতিভাবান শুটারকে সুস্থ করার জন্য।" সদা প্রাণচঞ্চল সতীর্থকে নিয়ে চিন্তায় ভারতের অন্যতম সেরা শুটার মেহুলি ঘোষেরও । তিনি বলছেন, "আশা করব লড়াইটা জিতে দ্রুত শুটিং রেঞ্জে ফিরবে ঋতিকা ।