পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'হারানোর কিছু নেই', কাতার ম্যাচের আগে অলআউট খেলার বার্তা কোচ ইগর স্টিম্যাচের - India to face off Qatar at Bhubaneswar Kalinga

FIFA World Cup Qualifier India to face off Qatar: 2026 সালের ফিফা বিশ্বকাপ এবং 2027 সালের এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের জন্য কাতারের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল ৷ ছেলেদের অলআউট খেলার বার্তা কোচ ইগর স্টিম্যাচের ৷

FIFA World Cup Qualifier India to face off
অলআউট খেলার বার্তা কোচ ইগর স্টিম্যাচের

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 11:09 PM IST

ভুবনেশ্বর, 20 নভেম্বর:2026 সালের ফিফা বিশ্বকাপ এবং 2027 সালের এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার নামতে চলেছে ভারতীয় দল ৷ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এই ম্য়াচে কাতারের মুখোমুখি হতে চলেছে ইগর স্টিমাচের ছেলেরা ৷ ব্লু টাইগাররা আগামিদিনে কাতারের মুখোমুখি হতে চলেছে ৷ এই ম্যাচ নিয়ে উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে ৷ ম্যাচের সমস্ত টিকিটও ইতিমধ্যেই নিঃশেষিত ৷ বলাই যায় পুরোপুরি ফুটবল মোডে রয়েছে ভুবনেশ্বর ৷

এর আগে প্রথম ম্য়াচে কুয়েতকে হারায় ভারতীয় দল ৷ 75 মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন মনদীপ সিং ৷ এবার 21 নভেম্বর তাদের প্রতিপক্ষ কাতার ৷ এই ম্যাচ যে ভারতের জন্য় বেশ কঠিন হতে চলেছে তা বলাই বাহুল্য ৷ ম্যাচের আগে প্রেস কনফারেন্সে স্টিমাচ বলেছেন, "আমাদের এই ম্যাচ থেকে হারানোর কিছু নেই ৷ তবে আমাদের জয়ের অনেককিছু আছে তাই আমাদের অলআউট খেলতে হবে ৷" তিনি আরও বলেন, "আমাদের কাছে একমাত্র কাজ হল বাঁশি বাজার পর থেকে 90 মিনিট আমাদের সেরা খেলাটা খেলা ৷"

কাতারের শক্তিশালীতার খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই । এক বছর আগেই একটি দারুণ বিশ্বকাপ আয়োজন করেছে তারা ৷ প্রধান কোচ কার্লোস কুইরোজের নেতৃত্বে দারুণ ভাবে এগিয়ে চলেছে এই দল ৷ যদিও সাম্প্রতিক ফর্মের নিরিখে দু'টি ড্র এবং দু'টি হার তাঁদের সম্বল ৷ তবে ভারতের জন্য় এই ম্যাচ যে সহজ হবে না তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন:

  1. চেন্নাইয়িনের বিরুদ্ধে লড়াই করেও জয় অধরা লাল-হলুদের
  2. ডার্বির লড়াই থেকে ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজছে লাল-হলুদ শিবির

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details