ভুবনেশ্বর, 20 নভেম্বর:2026 সালের ফিফা বিশ্বকাপ এবং 2027 সালের এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার নামতে চলেছে ভারতীয় দল ৷ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এই ম্য়াচে কাতারের মুখোমুখি হতে চলেছে ইগর স্টিমাচের ছেলেরা ৷ ব্লু টাইগাররা আগামিদিনে কাতারের মুখোমুখি হতে চলেছে ৷ এই ম্যাচ নিয়ে উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে ৷ ম্যাচের সমস্ত টিকিটও ইতিমধ্যেই নিঃশেষিত ৷ বলাই যায় পুরোপুরি ফুটবল মোডে রয়েছে ভুবনেশ্বর ৷
এর আগে প্রথম ম্য়াচে কুয়েতকে হারায় ভারতীয় দল ৷ 75 মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন মনদীপ সিং ৷ এবার 21 নভেম্বর তাদের প্রতিপক্ষ কাতার ৷ এই ম্যাচ যে ভারতের জন্য় বেশ কঠিন হতে চলেছে তা বলাই বাহুল্য ৷ ম্যাচের আগে প্রেস কনফারেন্সে স্টিমাচ বলেছেন, "আমাদের এই ম্যাচ থেকে হারানোর কিছু নেই ৷ তবে আমাদের জয়ের অনেককিছু আছে তাই আমাদের অলআউট খেলতে হবে ৷" তিনি আরও বলেন, "আমাদের কাছে একমাত্র কাজ হল বাঁশি বাজার পর থেকে 90 মিনিট আমাদের সেরা খেলাটা খেলা ৷"