পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 25, 2022, 12:46 PM IST

ETV Bharat / sports

FIFA World Cup Qatar 2022 : ফের ফিফা বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জনে ব্যর্থ ইতালি

2022 কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ ইতালি (FIFA World Cup Qatar 2022) ৷ ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্লে অফ সেমিফাইনালে নর্থ ম্যাসেডোনিয়ার কাছে হেরে মূলপর্বে যোগ্যতা অর্জন করতে পারলেন না মানচিনিরা (Italy to Miss World Cup Again After Loss to North Macedonia) ৷ ঘরের মাঠে দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইমে গোল হজম করতে হয়েছে ইতালিকে ৷ সেই সঙ্গে 0-1 গোলে হেরে পরপর দু’বার বিশ্বকাপের মূল মঞ্চে যেতে পারল না ইতালি ৷

FIFA World Cup Qatar 2022 Italy to Miss World Cup Again After Loss to North Macedonia
FIFA World Cup Qatar 2022 Italy to Miss World Cup Again After Loss to North Macedonia

পালেরমো (ইতালি), 25 মার্চ : ফের একবার বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জনে ব্যর্থ হল ইতালি ৷ ইউরোপিয়ান কোয়ালিফায়ারে নর্থ ম্যাসেডোনিয়ার কাছে 0-1 গোলে হেরে দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেল আজ্জুরি ব্রিগেড (Italy to Miss World Cup Again After Loss to North Macedonia) ৷ ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্লে অফ সেমিফাইনালের দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে আলেকজান্ডার ত্রাজকোভিস্কের করা গোলে জয় ছিনিয়ে নেয় নর্থ ম্যাসেডোনিয়া ৷

এদিনের ম্যাচে ইতালির ফুটবলাররা মোট 32টি শট মেরেছেন গোল লক্ষ্য করে ৷ তুলনায় সেখানে নর্থ ম্যাসেডোনিয়ার খেলোয়াড়রা মাত্র 4টি শট নেন গোল লক্ষ্য করে ৷ তবে, বেরারডিরা গোলের মুখ খুলতে ব্যর্থ হন ৷ কিন্তু, নর্থ ম্যাসেডোনিয়ার ফুটবলাররা সুযোগ কম পেলেও, সেই অল্প সুযোগকেই কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নেয় ৷

এই হারের সঙ্গে সঙ্গে 4 বছর আগের ছবির পুনরাবৃত্তি ঘটল ফুটবল দুনিয়ায় ৷ 2018’র মতই 2022’র বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না ইতালিকে ৷ আর ম্যাচ শেষে সেই হতাশাই ফুটে উঠল পালেরমোর স্টেডিয়ামে ৷ মানচিনিদের চোখে জল দেখা গেল এ দিন ৷ আর অন্যদিক, বিপক্ষ নর্থ ম্যাসেডোনিয়ার ফুটবলাররা জয়ের উচ্ছ্বাসে মাতলেন ৷

আরও পড়ুন : FIFA World Cup Qatar 2022 : ফুটবলের সর্বোচ্চ মঞ্চে 'ভারত', কাতার বিশ্বকাপের অফিসিয়াল স্পনসর বাইজুস

প্রসঙ্গত, 2018 বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সুইডেনের কাছে হেরে ছিটকে গিয়েছিল ইতালি ৷ আর গত বছর 2020 ইউরো কাপ জয়ের পর ভাবা হয়েছিল, ইতালি নিজেদের পুরনো ছন্দ ফিরে পেয়েছে ৷ কিন্তু, কয়েকমাসের মধ্যে ছবিটা আবারও একই জায়গায় গিয়ে দাঁড়াল ৷ চারবারের বিশ্বজয়ী দেশের পরপর দু’টি বিশ্বকাপে না থাকা অবাক করেছে ফুটবল বিশ্বকে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details