পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA World Cup 2022: ইরানের জাতীয় পতাকা থেকে ‘ইসলামিক রিপাবলিক’ চিহ্ন মুছল মার্কিন ফুটবল

বিশ্বকাপে (FIFA World Cup 2022) ইরানের বিরুদ্ধে খেলতে নামার আগে এক অভিনব পদক্ষেপ মার্কিন ফুটবল ফেডারেশনের ৷ ইরানের মহিলাদের হিজাব বিরোধী আন্দোলন (Anti-Hijab Movement) এবং মৌলিক অধিকারের আন্দোলনকে সমর্থন জানাল মার্কিন ফুটবল ৷ সোশাল মিডিয়া পোস্ট করে জাতীয় পতাকা থেকে ‘ইসলামিক রিপাবলিক’-এর চিহ্ন সরাল তারা (US Soccer Scrubs Islamic Republic Emblem from Iran Flag) ৷

FIFA World Cup 2022 US Soccer Scrubs Islamic Republic Emblem from Iran Flag
FIFA World Cup 2022 US Soccer Scrubs Islamic Republic Emblem from Iran Flag

By

Published : Nov 27, 2022, 8:06 PM IST

দোহা, 27 নভেম্বর: মাহসা আমিনি (Mahsa Amini) ৷ বর্তমান পরিস্থিতিতে এটা আর কারও নাম নয় ৷ ইরানের প্রতিটি মহিলার পরিচয় হয়ে গিয়েছে ‘মাহসা আমিনি’ ৷ যে মাহসা ইরান সরকারের হিজাব আইনের বিরোধিতা করেছিলেন জীবনের শেষদিন পর্যন্ত ৷ তেহরান পুলিশের হেফাজতে প্রাণ হারানোর আগে পর্যন্ত প্রায় একমাসের উপর হিজাব আইনের বিরোধিতা করেছিলেন এবং মৌলিক অধিকারের দাবিতে লড়াই করেছেন ৷ আর তাঁর সেই আত্মত্যাগের ফল, সমগ্র ইরানের অধিকাংশ মহিলা বর্তমানে তাঁদের মৌলিক অধিকারের দাবিতে ইরান সরকারের স্বৈরাচারী নীতির বিরোধিতায় আন্দোলনে নেমেছেন ৷

ইরানের জাতীয় পতাকায় 'ইসলামিক রিপাবলিক' চিহ্ন

নাগরিক অধিকারের দাবি সরব সেই সকল ইরানি মহিলাদের পাশে দাঁড়াল মার্কিন ফুটবল ফেডারেশন ৷ আর সেই বার্তা দিতে সোশাল মিডিয়া পেজে পোস্ট করা ইরানের জাতীয় পতাকা থেকে ‘ইসলামিক রিপাবলিক’-এর চিহ্ন সরিয়ে দিয়েছে মার্কিন ফুটবল ফেডারেশন (US Soccer Scrubs Islamic Republic Emblem from Iran Flag) ৷ আগামী মঙ্গলবার কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) ইরানের বিরুদ্ধে খেলতে নামবে আমেরিকা ৷ তাঁর আগে ইরানি মহিলাদের এই নাগরিক অধিকারের লড়াইকে সমর্থন জানাল তারা ৷ তবে, শুধু আমেরিকা নয় ৷ ইরান ফুটবল দলও তাঁদের দেশের মহিলাদের এই আন্দোলনকে বিশ্বমঞ্চে সমর্থন জানিয়েছে ৷ গ্রুপ-বি’র প্রথম ম্যাচ খেলতে নামার আগে হিজাব বিরোধী আন্দোলনে (Anti-Hijab Movement) অংশ নেওয়া এবং প্রাণ যাওয়া মহিলাদের সমর্থনে জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলাননি ফুটবলাররা ৷ স্টেডিয়ামে ইরানের দর্শকদের মধ্যেও সেই প্রতিবাদ দেখেছে সমগ্র বিশ্ব ৷

বিশ্বকাপের মঞ্চে জাতীয় দলের সমর্থনে ইরান সমর্থক

আরও পড়ুন:বিশ্বকাপের মঞ্চে ইরানি মহিলাদের সমর্থনে প্রতিবাদ জাতীয় দলের !

প্রসঙ্গত, গত অগস্ট মাস থেকে ইরানে শুরু হওয়া এই মৌলিক অধিকার সংক্রান্ত আন্দোলনের জেরে বহু মানুষের প্রাণ গিয়েছে তেহরান প্রশাসনের হাতে ৷ এখনও পর্যন্ত প্রায় 450 জন আন্দোলনকারী মহিলার মৃত্যু হয়েছে ৷ 18 হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে হিজাব বিরোধিতায় সামিল হওয়া জন্য ৷ এমনটাই জানিয়েছেন ইরানের একাধিক মানবাধিকার কর্মী ৷ তবে, শুধু মহিলারা নন ৷ ইরান সরকারের এই অত্যাচারের শিকার হচ্ছেন সাংবাদিকরাও ৷

বিশ্বকাপের মঞ্চে ইরান সরকারের স্বৈরাচারের প্রতিবাদ

আরও পড়ুন:জাতীয় সঙ্গীতে গলা না মিলিয়ে মানবতার যুদ্ধে জয়ী ইরানের ফুটবলাররা

ইরানের ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’-এর দেওয়া তথ্য অনুযায়ী, আন্দোলন শুরু হওয়ার পর থেকে খবর করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷ সংবাদ মাধ্যমের যাতায়াতের উপর নানান বিধি আরোপ করা হয়েছে ৷ প্রায় 63 জন সাংবাদিক এবং চিত্রসাংবাদিককে গ্রেফতার করেছে তেহরান প্রশাসন ৷ এমন পরিস্থিতিতে ফুটবল বিশ্বকাপের মঞ্চে ইরানি মহিলাদের এই আন্দোলনকে মার্কিন ফুটবল ফেডেরেশনের সমর্থন বিশেষ অর্থবহ বলে মনে করছে কূটনৈতিক মহল ৷

ABOUT THE AUTHOR

...view details