পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA World Cup 2022: স্কালোনির হাতে মেসি থাকলে দালিচের তুণে মদ্রিচ, সেমিতে দুই এলএম টেনের দ্বৈরথের প্রতীক্ষায় বিশ্ব

ভারতীয় সময় মঙ্গলবার রাত সাড়ে 12টায় বিশ্বকাপ (FIFA World Cup 2022) সেমিফাইনাল খেলতে নামছেন লিওনেল মেসি (Leonel Messi) ৷ তবে, একা মেসি নন ৷ নামবেন ইউরোপিয়ান ফুটবলের আরেক মহাতারকা লুকা মদ্রিচ (Luka Modric) ৷

fifa-world-cup-2022-two-lm10-leonel-messi-and-luka-modric-will-fight-for-glory-in-semifinal
fifa-world-cup-2022-two-lm10-leonel-messi-and-luka-modric-will-fight-for-glory-in-semifinalfifa-world-cup-2022-two-lm10-leonel-messi-and-luka-modric-will-fight-for-glory-in-semifinal

By

Published : Dec 12, 2022, 6:44 PM IST

দোহা, 12 ডিসেম্বর: আর্জেন্তিনা বনাম ক্রোয়েশিয়া ৷ ফিফা বিশ্বকাপ 2022 (FIFA World Cup 2022)-এর সেমিফাইনালে ভারতীয় সময় মঙ্গলবার মাঝরাতে মুখোমুখি হচ্ছে এই দুই দেশ ৷ গত দু'টি বিশ্বকাপের দুই রানার্সের শেষ চারের লড়াইয়ের আগে প্রবল আলোচিত হচ্ছে দু'টি নাম ৷ প্রথমজন আলবিসেলেস্তে সমর্থকদের বিগ্রহ লিওনেল মেসি হলে দ্বিতীয়জন ক্রোট শিবিরে ভরসার শালগ্রাম শিলা লুকা মদ্রিচ ৷ অর্থাৎ, কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের সবচেয়ে বড় বিজ্ঞাপন হতে চলেছে দুই এলএম টেন-এর (LM10) লড়াই ৷ একজন অবশ্যই (Leonel Messi) এবং অন্যজন 2018 ব্যালন ডি’অর ও বিশ্বকাপ রানার আপ দলের অধিনায়ক লুকা মদ্রিচ (Luka Modric) ৷ জীবনের শেষ বিশ্বকাপে দু'জনের মধ্যে একজনের ট্রফিজয়ের স্বপ্ন শেষ হয়ে যাবে মঙ্গলবার রাতে ৷

বাঁ পায়ের হিলে গোলের পাস এলএম 10-এর

দুই মহারথীর ফুটবল জীবন কোথাও গিয়ে একসারিতে মিশে গিয়েছে ৷ লিও মেসির আর্জেন্তিনা 2014 ব্রাজিল বিশ্বকাপে রানার আপ হয়েছিল ৷ আর 2018 রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে ৷ এবার শেষ দু’বারের রানার-আপরা সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ৷ তবে গতবার বিশ্বকাপের শেষ সাক্ষাতে মেসির আর্জেন্তিনাকে লুকার ক্রোয়েশিয়ার কাছে হারতে হয়েছিল 3-0 গোলে ৷ তাই মঙ্গলে লুসেইলে নামার আগে লিওনেল মেসির আর্জেন্তিনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে ৷

জয়ে উৎসবে মেতে মেসি

প্রি-কোয়ার্টার ও কোয়ার্টারে পেনাল্টি শুট-আউটে জিতেছে ক্রোয়েশিয়া ৷ প্রথমে জাপান ও পরবর্তীতে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বার সেমিফাইনালে ক্রোয়েশিয়া ৷ উল্লেখ্য ক্রোয়েশিয়ার এই জয়ে তাদের গোলকিপার ডমিনিক লিভাকোভিচ আর্জেন্তিনার সামনে বড় বাধা হয়ে উঠতে পারেন ৷ যাঁর গ্লাভস বর্তমানে তেকাঠির নিচে হিমালয় পর্বতের সমান ভরসা দিচ্ছে লুকা মদ্রিচদের ৷ তবে রিয়াল মাদ্রিদের এই তারকা মিড-ফিল্ডার যখন 2018 সালের তাঁর দলকে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন, তখন অনেকই সেই সাফল্যকে 'হুজুগে' বলেছিল ৷ কিন্তু গতবারের রানার-আপরা ফের বিশ্বকাপ ফাইনালের দোরগোড়ায় ৷ মদ্রিচরা বুঝিয়ে দিয়েছেন গতবারের সাফল্য 'ফ্লুক' ছিল না ৷

ব্রাজিল ডিফেন্সের বিরুদ্ধে লড়াই লুকা মদ্রিচের

আরও পড়ুন:বিশ্বকাপে কলকাতা থেকে কাতার গিয়েছেন 9 হাজার ফুটবল প্রেমী !

অন্যদিকে বিশ্বকাপের নক-আউট পর্বে লিওনেল মেসি দুর্দান্ত ছন্দে রয়েছেন ৷ গোল করা ও করানো, দু'ক্ষেত্রেই তিনি সমানভাবে কাজ করে যাচ্ছেন ৷ টুর্নামেন্টে 4টি গোলও নিজের নামে করে নিয়েছেন লিও ৷ গোল্ডেন বুটের লড়াই তাঁর আগে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ৷ আর্জেন্তাইন সমর্থকরা প্রত্যাশা নিয়ে বসে আছেন, সেমিফাইনালে মেসি সেই ব্যবধান কমিয়ে সামনে এগিয়ে যাবেন ৷ এমনকি বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিকের আশাতেও রয়েছেন মেসি-ভক্তরা ৷ তবে, বিশেষজ্ঞদের মতে, লুসেইল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে মেসি বনাম ক্রোয়েশিয়ার দলগত ফুটবল দেখা যাবে ৷ তবে, একা মেসিকে আটকালেই কাজ হবে না ৷ কারণ, তিনি লিও মেসি ৷ নিজে গোল না পেলে, গোল করিয়ে দলকে জেতানোর জন্য মুখিয়ে থাকবেন ৷

ABOUT THE AUTHOR

...view details