পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA World Cup 2022: বিশ্বকাপে তিকিতাকার বিরুদ্ধে টিকে থাকার লড়াই জার্মানির - Spain

বিশ্বকাপে (FIFA World Cup 2022) আজ মহারণ ৷ স্পেনের সঙ্গে ম্যাচে মরণবাচন লড়াই জার্মানদের ৷ অন্যদিকে, আজকের ম্যাচ জিতলেই নক আউটে পৌঁছে যাবে স্প্যানিশরা (Spain vs Germany Match Preview) ৷

FIFA World Cup 2022 Spain vs Germany Match Preview
FIFA World Cup 2022 Spain vs Germany Match Preview

By

Published : Nov 27, 2022, 2:18 PM IST

দোহা, 27 নভেম্বর: আজ ভারতীয় সময় মধ্যরাতে গ্রুপ-ই’র সবচেয়ে বড় ম্যাচ হতে চলেছে (FIFA World Cup 2022) ৷ স্পেন বনাম জার্মানি (Spain vs Germany Match Preview) ৷ অর্থাৎ, তিকিতাকার ছন্দ বনাম জার্মান আগ্রাসন ৷ তবে, দুই শিবিরের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন ৷ একদিকে কোস্টারিকাকে 7-0 গোলে ধরাশায়ী করে গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামছেন স্প্যানিশরা ৷ অন্যদিকে, জাপানের বিরুদ্ধে 2-1 গোলে প্রথম ম্যাচ হেরে কার্যত ব্যাকফুটে জার্মানরা ৷

এই পরিস্থিতিতে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে দুই দেশ ৷ একদিকে স্প্যানিশ তিকিতাকার ছন্দ ৷ আর তার বিপক্ষে জার্মানের লং বলের আগ্রাসন ৷ দুইয়ের দ্বৈরথ যে মহাদ্বৈরথে পরিণত হবে তা বলা অপেক্ষা রাখে না ৷ তবে, এই ম্যাচে আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়েই মাঠে নামছে স্পেন ৷ কোস্টারিকার বিরুদ্ধে 7-0 গোলের বিশাল ব্যবধানের জয়ের পর, সের্জিয়ো বুস্কেতসরা এই ম্যাচে জার্মানদের থেকে অনেকটাই এগিয়ে ৷ বিশেষত, ফেরান তোরেস, দানি ওলমো, অ্যালভারো মোরাতা, মার্কো অ্যাসেনসিয়ো, গাভি, কার্লোস সোলের, এই ছয় ফুটবলার গত ম্যাচে গোল করেছেন ৷

ফলে আজকের ম্যাচে জার্মানির ডিফেন্সের সবচেয়ে বড় চিন্তা বিষয় স্পেনের ফর্মে থাকা আক্রমণকে প্রতিহত করা ৷ আর তার মধ্যে থেকে নিজেদের স্কোরিং এরিয়া খুঁজে বেরও করতে হবে তাদের ৷ সব মিলিয়ে জার্মানির কোচ হ্যান্সি ফ্লিককে আজ অনেক কিছু পরিকল্পনা করে মাঠে নামতে হবে ৷ বিশেষ করে জাপান ম্যাচে গোলের রাস্তা খুঁজে পাচ্ছিলেন না থমাস মুলার, জোসুয়া কিমিচ, জামাল মুসিয়ালারা ৷ এমনকী ডিফেন্সেও অ্যান্তনিও রুডিগাররা ব্যর্থ হয়েছিলেন জাপানের প্রতি আক্রমণকে ঠেকাতে ৷

আরও পড়ুন:বিশ্বকাপে ফুটবলের রাজপুত্রকে স্পর্শ মেসির

আরও বড় বিষয়, আজকের ম্যাচ হারলে বা ড্র করলে, জার্মানদের এই বিশ্বকাপের যাত্রা কার্যত গ্রুপ পর্বেই শেষ ৷ স্পেনের বিরুদ্ধে ড্র করলে জাপান বনাম কোস্টারিকা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে জার্মানিকে ৷ সেখানে জাপানকে নয় হারতে হবে আর না হলে ড্র করতে হবে ৷ সবশেষে জার্মানিকে কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে ৷ অন্যদিকে, স্পেনের ক্ষেত্রে অংকটা অনেক সহজ ৷ এই ম্যাচ জিতে সরাসরি রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে যাওয়া ৷

ABOUT THE AUTHOR

...view details