পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA World Cup 2022: ফিফা বিশ্বকাপে এবার সেরা 8-এর লড়াই - FIFA World Cup Quarter Final

9 ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) শেষ আটের লড়াই ৷ কবে, কখন খেলবেন বিশ্ব ফুটবলের মহাতারকারা, দেখে নেওয়া যাক (Quarter Finals Schedule) ৷

FIFA World Cup 2022 Quarter Final Schedule
FIFA World Cup 2022 Quarter Final Schedule

By

Published : Dec 7, 2022, 4:23 PM IST

দোহা, 7 ডিসেম্বর: রাউন্ড অফ সিক্সটিনের পর্ব শেষ ৷ এবার ফিফা বিশ্বকাপে শেষ আটের লড়াই ৷ আগামী 9 ডিসেম্বর অর্থাৎ, শুক্রবার থেকে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে এবারের বিশ্বকাপের সেরা দলগুলি ৷ যার শুরুটা হবে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া বনাম পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিলের মধ্য দিয়ে ৷ যে ম্যাচে খাতায়-কলমে ব্রাজিলকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা ৷ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস এবং আর্জেন্তিনা ৷ যা এই বিশ্বকাপের এখনও পর্যন্ত সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বলে ধরা হচ্ছে ৷

ফিফা বিশ্বকাপ 2022 (FIFA World Cup 2022)-এর 8টি দল- ব্রাজিল, ক্রোয়েশিয়া, আর্জেন্তিনা, নেদারল্যান্ডস, পর্তুগাল, মরক্কো, ফ্রান্স এবং ইংল্যান্ড ৷ নকআউট পর্বে কোয়ার্টার ফাইনালের 4টি ম্যাচ শুক্র এবং শনিবার যথাক্রমে ভারতীয় সময় সন্ধে সাড়ে 8টা ও সাড়ে 12টায় শুরু হবে ৷

কোয়ার্টার ফাইনাল ম্যাচের দিন ও সময়সূচি

ক্রোয়েশিয়া বনাম ব্রাজিল (Croatia vs Brazil)

সময়- 9 ডিসেম্বর, শুক্রবার রাত 8.30 মিনিট

নেদারল্যান্ডস বনাম আর্জেন্তিনা (Netherlands vs Argentina)

সময়- 10 ডিসেম্বর, ভারতীয় সময় রাত 12.30 মিনিট

মরক্কো বনাম পর্তুগাল(Morocco vs Portugal)

সময় - 10 ডিসেম্বর, শনিবার রাত 8.30 মিনিট

ইংল্যান্ড বনাম ফ্রান্স (England vs France)

সময় - 11 ডিসেম্বর, ভারতীয় সময় রাত 12.30 মিনিট

আরও পড়ুন:দিবালাকে ছাড়াই শেষ আটে, তবু রোমা স্ট্রাইকারকে হন্যে হয়ে খুঁজছেন অনুরাগীরা

ক্রোয়েশিয়া বনাম ব্রাজিল এবং নেদারল্যান্ডস বনাম আর্জেন্তিনা, এই দু’টি ম্যাচের জয়ী দুই দল আগামী 14 ডিসেম্বর ভারতীয় সময় রাত সাড়ে 12টায় প্রথম সেমিফাইনাল খেলবে ৷ আর মরক্কো বনাম পর্তুগাল এবং ইংল্যান্ড বনাম ফ্রান্স ম্যাচের জয়ী দল 15 ডিসেম্বর ভারতীয় সময় রাত সাড়ে 12টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ৷

ABOUT THE AUTHOR

...view details