দোহা, 7 ডিসেম্বর: রাউন্ড অফ সিক্সটিনের পর্ব শেষ ৷ এবার ফিফা বিশ্বকাপে শেষ আটের লড়াই ৷ আগামী 9 ডিসেম্বর অর্থাৎ, শুক্রবার থেকে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে এবারের বিশ্বকাপের সেরা দলগুলি ৷ যার শুরুটা হবে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া বনাম পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিলের মধ্য দিয়ে ৷ যে ম্যাচে খাতায়-কলমে ব্রাজিলকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা ৷ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস এবং আর্জেন্তিনা ৷ যা এই বিশ্বকাপের এখনও পর্যন্ত সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বলে ধরা হচ্ছে ৷
ফিফা বিশ্বকাপ 2022 (FIFA World Cup 2022)-এর 8টি দল- ব্রাজিল, ক্রোয়েশিয়া, আর্জেন্তিনা, নেদারল্যান্ডস, পর্তুগাল, মরক্কো, ফ্রান্স এবং ইংল্যান্ড ৷ নকআউট পর্বে কোয়ার্টার ফাইনালের 4টি ম্যাচ শুক্র এবং শনিবার যথাক্রমে ভারতীয় সময় সন্ধে সাড়ে 8টা ও সাড়ে 12টায় শুরু হবে ৷
কোয়ার্টার ফাইনাল ম্যাচের দিন ও সময়সূচি
ক্রোয়েশিয়া বনাম ব্রাজিল (Croatia vs Brazil)
সময়- 9 ডিসেম্বর, শুক্রবার রাত 8.30 মিনিট
নেদারল্যান্ডস বনাম আর্জেন্তিনা (Netherlands vs Argentina)