দোহা, 20 নভেম্বর: মঞ্চ প্রস্তুত ৷ আর কিছুক্ষণের অপেক্ষা ৷ তারপরেই শুরু হয়ে যাবে একমাস ব্যাপি বিশ্ব ফুটবলের যজ্ঞ ৷ দোহার আল বায়েত স্টেডিয়ামে 40 হাজার দর্শকের উপস্থিতিতে জাঁকজমকের সঙ্গে শুরু কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) উদ্বোধনী ৷ সঙ্গে ডিজে, আতসবাজির উৎসব ও ফ্যান ফেস্টিভ্যাল আবহ সঙ্গীত তুকোহ তাকার থ্রিলিং পারফর্মেন্স ৷ আর সেই আবহের মধ্যেই উদ্বোধনী ম্যাচে নামছে আয়োজক কাতার এবং ইকুয়েডর (Qatar vs Ecuador) ৷
কাতার এবছর বিশ্বকাপে অভিষেক করছে ৷ যে দল ফিফা ব়্যাঙ্কিংয়ে 113 নম্বর থেকে নিজেদের 50 নম্বরে তুলে এনেছে ৷ এমনকি সব দলকে তাক লাগিয়ে 2019 এশিয়ান কাপ জিতেছে মধ্যপ্রাচ্যের এই দেশ ৷ গতবছর অতিথি দেশ হিসেবে কনফেডারেশন অফ নর্থ, সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান অ্যাসোসিয়েশন আয়োজিত গোল্ড কাপে অংশ নিয়েছিল কাতার ৷ শুধু অংশ নেওয়া নয়, টুর্নামেন্টের সেমিফাইনালেও উঠেছিল বেদুইনের দেশ ৷ আর আজ তাদের প্রতিপক্ষ ফিফা ব়্যাঙ্কিংয়ে 44 নম্বরে থাকা ইকুয়েডর ৷
কাতারের কোচ স্প্যানিশ ফেলিক্স সাঞ্চেজ ৷ গত কয়েকবছরের পারফর্মেন্সের জোরে গ্রুপ-এ থেকে প্রি-কোয়ার্টাল ফাইনালে যাওয়ার অন্যতম দাবিদার কাতার ৷ তাদের বাকি প্রতিপক্ষ ইউরোপিয়ান জায়েন্টস নেদারল্যান্ডস এবং আফ্রিকার সেনেগাল ৷ আর প্রতিপক্ষ নিয়ে স্প্যানিশ ফেলিক্স সাঞ্চেজ শনিবার জানিয়েছেন, তাঁরা প্রতিপক্ষের শক্তি সম্পর্কে যথেষ্ঠ অবগত ৷ তাই প্রতিপক্ষের ইতিহাস দেখে এবং সেই দলগুলির খেলোয়াড়দের প্রতিভা ও কেরিয়ার গ্রাফ কাতারের ফুটবলারদের থেকে অনেক এগিয়ে ৷ ফলে নিজেদের কিছুটা পিছিয়ে রেখেই টুর্নামেন্টে শুরু করতে চান ফেলিক্স ৷