পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA World Cup 2022: তাঁকে ছাড়াই জিততে শিখেছে দল, কোয়ার্টারেও হয়তো রোনাল্ডোহীন পর্তুগাল একাদশ

পর্তুগাল দল হিসেবে দেখিয়ে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছায়া থেকে বেরিয়ে ভালো খেলতে পারে (Portugal Stepping Out of Cristiano Ronaldo Long Shadow) ৷ বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে তা প্রমাণও করেছে পর্তুগিজরা ৷

fifa-world-cup-2022-portugal-stepping-out-of-cristiano-ronaldo-long-shadow
fifa-world-cup-2022-portugal-stepping-out-of-cristiano-ronaldo-long-shadow

By

Published : Dec 8, 2022, 7:52 PM IST

দোহা, 8 ডিসেম্বর: সতীর্থ ব্রুনো ফার্নান্ডেজের (Bruno Fernandez) কাছে ক্রিশ্চিয়ানোই সেরা স্পোর্টস পার্সোনালিটি ৷ আরেক সতীর্থ জোয়াও ফেলিক্স সিআর সেভেনকে ব্যাখা করে বলেছেন, 'তাঁর পরিবর্ত কেউ নেই' ৷ আর বিশ্বকাপের (FIFA World Cup 2022) প্রি-কোয়ার্টারে জাতীয় দলের হয়ে অভিষেক করা গনজালো ব়ামোসের কাছে পর্তুগাল দল মানেই রোনাল্ডো ৷ তাঁকে ছাড়া জাতীয় দল ভাবতেই পারেন না চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকধারী ৷ আগামী প্রজন্ম প্রস্তুত ৷ রোনাল্ডোকে ছাড়া যে পরবর্তীতে পর্তুগালের মানিয়ে নিতে বিশেষ সমস্যা হবে না তবে, তা দেখিয়ে দিয়েছে সুইজারল্যান্ড ম্য়াচ ৷

পর্তুগাল দল হিসেবে দেখিয়ে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছায়া থেকে বেরিয়ে এসেও দুর্দান্ত খেলতে পারে (Portugal Stepping Out of Cristiano Ronaldo Long Shadow) ৷ আর সেই খেলা দেখা গিয়েছে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ৷ যেখানে সুইসদের 6-1 গোলে দুরমুশ করে দিয়েছিলেন গনজালো ব়ামোসরা ৷ 21 বছরের ফুটবলারটি বিশ্বকাপ অভিষেকেই হ্যাটট্রিক করেন ৷ 5 বারের ব্যালন ডি’অর জেতা সেরা ফুটবলার অবসর নেওয়ার পরেও পর্তুগাল ফুটবল যে খোলাভাবে শ্বাস নেবে, সেই বার্তাই যেন দিয়ে গিয়েছেন বেনফিকা স্ট্রাইকার ৷

সুইজারল্যান্ড ম্যাচে রোনাল্ডোকে ক্যাপ্টেন আর্মব্যান্ড পরিয়ে দিচ্ছেন পেপে

পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্তোস চেয়েছিলেন দলের ফুটবলাররা অনেক বেশি খেলাটাকে মাঠে ছড়িয়ে দিক সুইজারল্যান্ডের বিরুদ্ধে ৷ আর সেই পরিকল্পনায় তিনি রোনাল্ডোকে প্রথম একাদশের বাইরে রাখেন ৷ 119টি আন্তর্জাতিক গোল করা 37 বছরের মহাতারকাকে ছাড়াই প্রথম একাদশ নামান স্যান্তোস ৷ আর মাঠের 11 জন ফুটবলার দেখিয়ে দেন, তাঁরা রোনাল্ডোকে ছাড়াও ভালো করতে পারেন ৷ ফল হাফটাইমে 2-0 এগিয়ে শেষ করার পর্তুগাল, দ্বিতীয়ার্ধে 60 মিনিটের মধ্যে স্কোর লাইন 4-1 করে দেয় ৷ এর পর আর 2টি গোল আসে পর্তুগালের পক্ষে ৷ সেখানেও রোনাল্ডো মাঠে থাকলেও, তাঁর কোনও ভূমিকা ছিল না ৷

গোল না পেয়ে হতাশ সিআর 7

আরও পড়ুন:48 দল নিয়ে পরবর্তী ফিফা বিশ্বকাপ, মঞ্চ মাতাবে আরও অনেক ‘ছোট দেশ’

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে রোনাল্ডোকে হাফ টাইমের পরে তুলে নিয়েছিলেন ফার্নান্দো স্যান্তোস ৷ কোচের সেই সিদ্ধান্তে মাঠেই অসন্তোষ প্রকাশ করেন সিআর সেভেন ৷ যা মোটেও ভালোভাবে নেননি পর্তুগিজ কোচ ৷ নিন্দুকেরা বলছেন, রাউন্ড সিক্সটিনের ম্যাচে রোনাল্ডোর সেই ক্ষোভের প্রভাব পড়েছে ৷ তবে, কোয়ার্টার ফাইনালে পর্তুগাল নামবে মরক্কোর বিরুদ্ধে ৷ সেই মরক্কো, যারা স্পেনকে রাউন্ড সিক্সটিন থেকে ছিটকে দিয়েছে ৷ ফলে কোয়ার্টারের এই ম্যাচে রোনাল্ডোকে স্যান্তোস শুরু থেকে খেলান, নাকি আবারও পরিবর্ত হিসেবে নামাবেন, সেটাই দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details