পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA World Cup 2022: হারের দায় নিয়ে পর্তুগালের কোচের পদে ইস্তফা ফার্নান্দো স্যান্টোসের - World Cup 2022

বিশ্বকাপ (FIFA World Cup 2022) থেকে ছিটকে যাওয়ার পর, আরও একটি ধাক্কা পর্তুগাল দলের ৷ কোচের পদ থেকে ইস্তফা দিলেন ফার্নান্দো স্যান্টোস (Portugal Coach Fernando Santos Quits) ৷ চুক্তি শেষের 2 বছর আগেই দায়িত্ব ছাড়লেন তিনি ৷

FIFA World Cup 2022 Portugal Coach Fernando Santos Quits After World Cup Exit in Quarterfinals
FIFA World Cup 2022 Portugal Coach Fernando Santos Quits After World Cup Exit in Quarterfinals

By

Published : Dec 16, 2022, 10:20 AM IST

লিসবন, 16 ডিসেম্বর: ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) কোয়ার্টার ফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল পর্তুগাল ৷ আর তার 5 দিন পর জাতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দিলেন ফার্নান্দো স্যান্টোস (Portugal Coach Fernando Santos Quits) ৷ 8 বছর পর্তুগাল জাতীয় দলের কোচের দায়িত্ব সামলেছেন তিনি ৷ তবে, পর্তুগিজ সকার ফেডারেশনের সঙ্গে আরও 2 বছরের চুক্তি বাকি ছিল স্যান্টোসের ৷ কিন্তু, সেই চুক্তি শেষ হওয়ার আগেই কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে হারের দায় নিয়ে সরে দাঁড়ালেন 68 বছরের ফার্নান্দো ৷

তবে, ফার্নান্দো স্যান্টোসের কোনও বদলি এখনও ঘোষণা করেনি পর্তুগাল ৷ ফেডারেশনের তরফে জানানো হয়েছে, তারা স্যান্টোসের পরিবর্তের খোঁজ শুরু করেছে ৷ পর্তুগালের 2016 ইউরো কাপ জয়ে বড় ভূমিকা ছিল ফার্নান্দো স্যান্টোসের ৷ যা পর্তুগাল জাতীয় দলের প্রথম কোনও আন্তর্জাতিক ট্রফি জয় ছিল ৷ পাশাপাশি, 2019 সালে শুরু হওয়া উয়েফা নেশনস লিগে প্রথম ট্রফিও পর্তুগাল জেতে ফার্নান্দো স্যান্টোসের কোচিংয়ে ৷

তবে, 2022 কাতার বিশ্বকাপে মরক্কোর বিরুদ্ধে 1-0 গোল হারের পর স্যান্টোসের কোচিং সমালোচনার মুখে পড়ে ৷ প্রি-কোয়ার্টারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)-কে প্রথম একাদশে রাখেননি তিনি ৷ সুইজারল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে পর্তুগাল 6-1 গোলে জেতে ৷ কোয়ার্টার ফাইনালেও সেই একই ছকে দল নামান ফার্নান্দো স্যান্টোস ৷ কিন্তু, তাঁর সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে দাঁড়ায় ৷ প্রথম হাফেই 1-0 গোল পিছিয়ে পড়ে পর্তুগাল ৷ যার পর দ্বিতীয় হাফের শুরুতেই রোনাল্ডোকে মাঠে নামান তিনি ৷ কিন্তু, পর্তুগাল গোল শোধ করতে ব্যর্থ হয় ৷ এর পরেই ফার্নান্দো স্যান্টোসের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে শুরু থেকে না-খেলানোর সিদ্ধান্তের সমালোচনা শুরু হয় ৷ লুই ফিগোর মতো প্রাক্তন তারকারা কোচের সিদ্ধান্তকেই পর্তুগালের হারের জন্য দায়ী করেন ৷

আরও পড়ুন:কঠিন প্রতিপক্ষ মেসির আর্জেন্তিনা, প্রতিপক্ষকে সমীহ লরিসের

এবার সেই দায় মাথায় নিয়েই চুক্তি শেষের আগেই পর্তুগাল জাতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দিলেন স্যান্টোস ৷ প্রসঙ্গত, রোনাল্ডোকে গ্রুপের শেষ ম্যাচেও 70 মিনিটের পর তুলে নিয়েছিলেন স্যান্টোস ৷ যে সিদ্ধান্তে মাঠের মধ্যেই রোনাল্ডো অসন্তোষ প্রকাশ করেন ৷ পরবর্তী সময়ে রোনাল্ডোর সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি নিয়ে সংবাদ মাধ্যমে নানান কথা শুরু হয় ৷ তবে, ফার্নান্দো স্যান্টোস সেই সব গুজব বলে উড়িয়ে দেন ৷ কিন্তু, রোনাল্ডোর তরফে এনিয়ে কোনও মন্তব্য আসেনি ৷ কোয়ার্টার হারের পর ফার্নান্দোর ইস্তফা আরও বেশ কিছু প্রশ্ন তুলে দিয়ে গেল ৷

ABOUT THE AUTHOR

...view details