পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA World Cup 2022: ম্যাচের পর মেসিকে হুমকি মেক্সিকান বক্সারের ! - Leonel Messi

লিওনেল মেসিকে হুমকি মেক্সিকান বক্সার সাউল চ্যান্সেলো আলভারেজের (Leonel Messi Gets in Trouble With Mexican Boxer Canelo) ৷ মেক্সিকো ম্যাচের পর, এক্সচেঞ্জ করা জার্সি লকাররুমে পা দিয়ে সরানোয় এই হুমকি ৷

FIFA World Cup 2022 Leonel Messi Gets in Trouble With Mexican Boxer Canelo
FIFA World Cup 2022 Leonel Messi Gets in Trouble With Mexican Boxer Canelo

By

Published : Nov 28, 2022, 7:54 PM IST

দোহা, 28 নভেম্বর: জার্সি বিতর্কে মেসি ৷ আর্জেন্তাইন মহাতারকাকে রীতিমতো হুমকি দিলেন মেক্সিকান বক্সার সাউল চ্যান্সেলো আলভারেজ (Leonel Messi Gets in Trouble With Mexican Boxer Canelo) ৷ অভিযোগ করলেন, লিওনেল মেসি মেক্সিকান জার্সির অপমান করেছেন ৷ আর মহাতারকা যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তাঁর সঙ্গে যেন মেক্সিকান বক্সারের দেখা না হয় ৷ যদিও, মেসির পাশে দাঁড়িয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থ সের্জিও আগুয়েরো এবং প্রাক্তন স্প্যানিশ ফুটবলার সেস ফেব্রেগাস ৷

প্রসঙ্গত, মেক্সিকোর বিরুদ্ধে 2-0 গোলে জেতার পর, প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে জার্সি বদল করেছিলেন লিওনেল মেসি ৷ সেই জার্সি লকাররুমে গিয়ে মেঝেতে ফেলে রেখেছিলেন আর্জেন্তিনার অধিনায়ক ৷ আর সতীর্থদের সঙ্গে সেলিব্রেশনের সময়, তাঁর ডান পা গিয়ে পরে মেক্সিকোর জার্সির উপরে ৷ সেই সময় মেসি সেটিকে পা দিয়ে সরিয়ে দেন ৷ যে ভিডিয়ো দেখার পর মেসির বিরুদ্ধে গর্জে উঠেছেন মেক্সিকান বক্সার সাউল চ্যান্সেলো আলভারেজ (Canelo Alvarez) ৷

মেক্সিকোর বিরুদ্ধে গোলের পর মেসির উৎসব

তিনি সোশাল মিডিয়ায় অভিযোগ করেছেন, ‘‘মেসি মেক্সিকান জার্সি দিয়ে মেঝে পরিষ্কার করছিলেন ৷ এটা আর্জেন্তাইন মহাতারকার মেক্সিকানদের প্রতি অসম্মানজনক আচরণ ৷ ওর ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, যাতে আমার সামনে না আসে ৷’’ তবে, মেসির সমর্থনে এগিয়ে এসেছেন, আর্জেন্তিনার প্রাক্তন স্ট্রাইকার আগুয়েরো এবং প্রাক্তন স্প্যানিশ মিড ফিল্ডার সেস ফেব্রেগাস ৷

আরও পড়ুন:সামনে সুইৎজারল্যান্ড, নেইমার-পর্ব সরিয়ে টিম গেমে জোর তিতের

আগুয়েরো সাউল চ্যান্সেলো আলভারেজকে জবাবে বলেছেন, ‘‘মিস্টার চ্যান্সেলো দয়া করে কোনও বিতর্ক খুঁজতে যাবেন না ও সমস্যা বাড়াবেন না ৷ হয়তো আপনি ফুটবল সম্পর্কে এবং লকাররুমের পরিবেশ সম্পর্কে কিছুই জানেন না ৷ ঘামে ভেজা থাকার কারণে লকার রুমে সবসময় জার্সি মাটিতে রাখা হয় ৷’’

ফেব্রেগাস তাঁর টুইটে লেখেন, ‘‘এটা খেলোয়াড়দের জন্য খুব স্বাভাবিক বিষয় ৷ তাঁরা মাটিতে জার্সি ফেলে রাখেন, তা ধুতে যাওয়ার আগে ৷’’ 35 বছরের লিও মেসি তাঁর শেষ বিশ্বকাপ (FIFA World Cup 2022) খেলতে নামছেন ৷ আর্জেন্তিনার হয়ে এবার বিশ্বকাপ জিততে হলে, মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচ জয় আবশ্যক ছিল ৷

ABOUT THE AUTHOR

...view details