দোহা, 20 নভেম্বর: করিম বেঞ্জেমার পর কি এবার লিওনেল মেসি ? দোহায় আর্জেন্তিনার অনুশীলনের যে ছবি সামনে এসেছে, তাতে শঙ্কিত ফুটবল প্রেমীরা ৷ শনিবার বাকি দলের থেকে সম্পূর্ণ আলাদা থাকলেন আর্জেন্তাইন মহাতারকা (Leonel Messi does Light Training Away from Argentina Team) ৷ হালকা অনুশীলন করলেন তিনি ৷ একটি সংবাদ সংস্থার প্রকাশিত খবর অনুযায়ী, মেসি অনুরাগীদের অনেকেই মনে করেন, বিশ্বকাপের আগে তিনি পুরনো কোনও চোটের শুশ্রূষা করছেন ৷ সেই কারণেই বাকি দলের থেকে আলাদা থেকে হালকা ট্রেনিং করছেন লিওনেল মেসি ৷
তবে, আর্জেন্তিনার সংবাদ মাধ্যম এবশ্য দাবি করেছে, পেশির ক্লান্তির জন্য সতর্কতার কারণে 35 বছরের লিওনেল মেসি নিজেকে আলাদা রেখে হালকা অনুশীলন করছেন ৷ প্রসঙ্গত, আগামী 22 নভেম্বর মঙ্গলবার গ্রুপ-সি তে সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে মেসি আর্জেন্তিনা ৷ আর এটাই সম্ভবত মেসির শেষ বিশ্বকাপ (FIFA World Cup 2022) ৷ তাই সমগ্র ফুটবল বিশ্ব আশায় বুক বেঁধে রয়েছে, মহাতারকার হাতে বিশ্বকাপ ট্রফি দেখার জন্য ৷ যা সত্যি হলে, লিওনেল মেসির অসাধারণ ফুটবল কেরিয়ারকে আরও বর্ণময় করে তুলবে ৷