দোহা, 19 ডিসেম্বর: কিলিয়ান এমবাপে (Kylian Mbappe), যাঁর হ্যাটট্রিকের জেরে কয়েক মুহূর্তের জন্য হলেও লিওনেল মেসি (Lionel Messi)-র বিশ্বকাপ জয়ের স্বপ্ন বিপদের মুখে পড়েছিল ৷ 23 বছরের সেই তরুণ এমবাপেকে নিয়ে উপহাস আর্জেন্তিনার ড্রেসিংরুমে ৷ আর যিনি এই উপহাস করলেন, তাঁর নাম এমিলিয়ানো মার্তিনেজ (Emiliano Martinez Mocked France Striker) ৷ ফিফা বিশ্বকাপ 2022-এর ‘গোল্ডেন গ্লাভ’ গোলকিপার ৷ মূলত আর্জেন্তিনার তেকাঠির নিচে এই এমিলিয়ানো মার্তিনেজের বিরুদ্ধেই 57 বছর পর বিশ্বকাপের ফাইনালে কোনও খেলোয়াড় হ্যাটট্রিক করলেন ৷
পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে আর্জেন্তিনার ড্রেসিংরুমে বিশ্বকাপ জয়ের উৎসবে মেতে ছিলেন আর্জেন্তিনার ফুটবলাররা ৷ সেখানে আর্জেন্তাইন ফুটবলাররা একসঙ্গে গলা মিলিয়ে গান করছিলেন ৷ বাংলায় যার তরজমা করলে দাঁড়ায়, ‘‘এক মিনিটের নীরবতা...’’, মাঝে কয়েক মুহূর্তের বিরতি ৷ আর তারপরেই গোল্ডেন গ্লাভ জয়ী আর্জেন্তাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ চিৎকার করে গেয়ে ওঠেন, ‘‘এমবাপের জন্য, যিনি মৃত ৷’’