দোহা, 20 নভেম্বর: বড় ধাক্কা গতবারের বিশ্বজয়ী ফ্রান্স শিবিরে ৷ এবারের কাতার বিশ্বকাপে খেলবেন না করিম বেঞ্জেমা (Karim Benzema will Miss Qatar World Cup) ৷ জানা গিয়েছে চোটের কারণেই বিশ্বকাপের (FIFA World Cup 2022) আসর থেকে সরে যেতে হচ্ছে এই ফরাসি মহাতারকাকে । শনিবার দোহায় অনুশীলন চলাকালীন তাঁর বাঁ পায়ের থাইয়ে চোট লাগে বলে জানিয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডেরেশন ৷
2022 ব্যালেন ডি’অর জয়ী বেঞ্জেমা ট্রেনিং সেশনের শেষের দিকে দৌড়ানোর সময় বাঁ পায়ের থাইয়ে তীব্র যন্ত্রণা অনুভব করেন ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে এমআরআই হয় বেঞ্জেমার ৷ সেই রিপোর্টে জানা গিয়েছে ফরাসি স্ট্রাইকারের থাইয়ের পেশি ছিঁড়ে গিয়েছে ৷ বেঞ্জেমার সুস্থ হতে অন্তত 3 সপ্তাহ সময় লাগবে ৷ মঙ্গলবার বিশ্বকাপ অভিযান শুরু করছে 2018 রাশিয়া বিশ্বকাপ জয়ী ফ্রান্স ৷ প্রথম ম্যাচে তাঁদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ৷ তার আগেই বড় ধাক্কা খেল ফরাসি শিবির ।