দোহা, 20 নভেম্বর: কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে পলাতক ভারতের ইসলামিক ধর্মগুরু জাকির নায়েক (Indias Islamic Preacher Fugitive Zakir Naik) ! কাতারের সংবাদ মাধ্যমগুলিতে প্রচারিত খবর সত্যি হলে, এমনটাই হতে চলেছে ৷ সেদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কাতার প্রশাসন টুর্নামেন্ট চলাকালীন ধর্মীয় ভাষণ দেওয়ার জন্য জাকির নায়েককে আমন্ত্রণ জানিয়েছে (Zakir Naik to Give Religious Lectures at World Cup) ৷ প্রসঙ্গত, হাওয়ালা ও ঘৃণা ছড়ানো ভাষণ দেওয়ার অভিযোগে জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে মামলা দায়ের হয়েছে ৷ এর পর থেকে ভারত ছেড়ে মালয়শিয়াতে গিয়ে আশ্রয় নেন জাকির নায়েক ৷
কাতারের সংবাদ মাধ্যমগুলিতে সেদেশের একটি ক্রীড়া সঞ্চালকের টুইট তুলে ধরে এই খবরটি করা হয়েছে ৷ ফৈজল আলহাজরি নামে সেই ক্রীড়া সঞ্চালক টুইটারে দাবি করেছেন, ‘‘ধর্মপ্রচারক শেখ জাকির নায়েক বিশ্বকাপ চলাকালীন কাতারে উপস্থিত থাকবেন ৷ আর টুর্নামেন্ট চলাকালীন একাধিক ধর্মীয় ভাষণ দেবেন ৷’’ প্রসঙ্গত, 2016 সালের শেষের দিকে ভারত সরকার জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করা হয় ৷