পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA World Cup 2022: বিশ্বকাপের মঞ্চে ধর্মীয় ভাষণ ভারতের পলাতক ধর্মগুরু জাকির হোসেনের ! - পলাতক ভারতের ইসলামিক ধর্মগুরু জাকির নায়েক

পলাতক ভারতের ইসলামিক ধর্মগুরু জাকির নায়েক ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে ধর্মীয় ভাষণ দেবেন (Zakir Naik to Give Religious Lectures at World Cup) ৷ কাতারের একটি স্পোর্টস চ্যানেলের সঞ্চালকের টুইটে এমনটাই দাবি করা হয়েছে ৷

FIFA World Cup 2022 Indias Islamic Preacher Fugitive Zakir Naik to Give Religious Lectures at World Cup
FIFA World Cup 2022 Indias Islamic Preacher Fugitive Zakir Naik to Give Religious Lectures at World Cup

By

Published : Nov 20, 2022, 7:07 PM IST

দোহা, 20 নভেম্বর: কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে পলাতক ভারতের ইসলামিক ধর্মগুরু জাকির নায়েক (Indias Islamic Preacher Fugitive Zakir Naik) ! কাতারের সংবাদ মাধ্যমগুলিতে প্রচারিত খবর সত্যি হলে, এমনটাই হতে চলেছে ৷ সেদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কাতার প্রশাসন টুর্নামেন্ট চলাকালীন ধর্মীয় ভাষণ দেওয়ার জন্য জাকির নায়েককে আমন্ত্রণ জানিয়েছে (Zakir Naik to Give Religious Lectures at World Cup) ৷ প্রসঙ্গত, হাওয়ালা ও ঘৃণা ছড়ানো ভাষণ দেওয়ার অভিযোগে জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে মামলা দায়ের হয়েছে ৷ এর পর থেকে ভারত ছেড়ে মালয়শিয়াতে গিয়ে আশ্রয় নেন জাকির নায়েক ৷

কাতারের সংবাদ মাধ্যমগুলিতে সেদেশের একটি ক্রীড়া সঞ্চালকের টুইট তুলে ধরে এই খবরটি করা হয়েছে ৷ ফৈজল আলহাজরি নামে সেই ক্রীড়া সঞ্চালক টুইটারে দাবি করেছেন, ‘‘ধর্মপ্রচারক শেখ জাকির নায়েক বিশ্বকাপ চলাকালীন কাতারে উপস্থিত থাকবেন ৷ আর টুর্নামেন্ট চলাকালীন একাধিক ধর্মীয় ভাষণ দেবেন ৷’’ প্রসঙ্গত, 2016 সালের শেষের দিকে ভারত সরকার জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করা হয় ৷

আরও পড়ুন:ইকুয়েডরের 8 ফুটবলারকে ঘুষ ! টুইটে অভিযোগ আমজাদ তাহার

জাকির নায়েকের বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা ও অসন্তোষের প্রচার বা প্রচার করার চেষ্টার জন্য সংগঠনের সদস্যদের প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল ৷ এর কয়েক মাসের মধ্যে ভারত সরকার তাঁর বিরুদ্ধে হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ আনলে, 2017 সালে চুপিসারে ভারত ছেড়ে পালিয়ে মালয়েশিয়ায় গিয়ে আশ্রয় নেন জাকির নায়েক ৷ এমনকি তার পর জাকির মালয়েশিয়ার স্থায়ী নাগরিকত্বও পেয়ে গিয়েছেন ৷ তবে, 2020 সাল পর্যন্ত জাকির নায়েককে জাতীয় সুরক্ষার স্বার্থে মালয়েশিয়ায় কোনও প্রকার ভাষণ দিতে নিষেধ করা হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details