দোহা, 25 নভেম্বর: কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) নিজেদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচগুলি খেলে ফেলেছেন, মডার্ন ফুটবলের তিন গ্রেট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), লিওনেল মেসি এবং নেইমার দ্য সিলভা জুনিয়র ৷ যেখানে সিআর সেভেনের পর্তুগাল বৃহস্পতিবার 3-2 গোলে ঘানার বিরুদ্ধে জিতেছে ৷ পাশাপাশি, নেইমারের ব্রাজিলও প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে জিতেছে ৷ তবে, কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটেছে, আর্জেন্তিনা বনাম সৌদি আরবের ম্যাচে ৷ 1-2 গোলে হেরেছে 'মেসি অ্যান্ড কোং' ৷
এই তিন ম্যাচে 3 মহাতারকার পারফর্ম্যান্সে নজর ছিল সমগ্র ফুটবল বিশ্বের ৷ মেসি-রোনাল্ডো গোল পেয়েছেন । যদিও দু'টি গোলই এসেছে পেনাল্টি থেকে । অন্যদিকে সার্বিয়ার বিরুদ্ধে নেমার যথেষ্ট কার্যকরী ভূমিকা নিয়েছিলেন । গোল না-পেলেও একটি গোলের ক্ষেত্রে তাঁর পাস রয়েছে । জাতীয় দলের হয়ে কেমন পারফর্ম করলেন মেসি-রোনাল্ডো-নেইমার (How Much Impact The Big Trio had in The World Cup) ?
প্রথমেই আসা যাক ফুটবলের ঈশ্বর বলে যাঁকে সম্বোধন করে সমগ্র বিশ্ব, সেই লিওনেল মেসি (Lionel Messi)-র পারফর্ম্যান্সে ৷ মেসির নেতৃত্বধীন আর্জেন্তিনা (Argentina) প্রথম ম্যাচেই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের কাছে হেরেছে ৷ তাও 1-2 গোলের ব্যবধানে ৷ যে ম্যাচে প্রথম হাফে পেনাল্টি থেকে মেসির করা একমাত্র গোলই আর্জেন্তাইন স্কোরবোর্ডে এসেছে ৷ আরও 2টি গোল করেও, অফসাইড কলে তা পাননি মেসিরা ৷ কিন্তু, 48 মিনিট এবং 54 মিনিটে দু’টি গোল হজম করতে হয় আর্জেন্তিনাকে ৷
এই পরিস্থিতিতে শুরু থেকে সেন্টার ব্যাক পজিশনে খেলা মেসি ক্ষণে ক্ষণে নিজের জায়গা বদল করতে থাকেন ৷ কখনও রাইট উইং, কখনও লেফট উইং, আবার কখনও একেবারে সামনে ৷ কিন্তু, এত মুভমেন্টের পরেও বলের নাগাল সেভাবে পাননি আর্জেন্তাইন মহাতারকা ৷ বলতে গেলে বল পর্যন্ত তাঁকে পৌঁছতেই দেননি সৌদির ফুটবলাররা ৷ আর অ্যাঞ্জেল দি মারিয়া এবং লাউতারো মার্তিনেজরা সৌদি আরবের বক্সের সামনে কার্যত খেই হারিয়ে ফেলেন ৷ এমনকি বল পায়ে সেই দুরন্ত মেসিকেও দেখা যায়নি ৷ যখনই বল পায়ে এগোতে গিয়েছেন, এক বা দুইয়ের ডিফেন্সে আটকেছেন ৷ প্রসঙ্গত, ম্যাচের আগে এমনও গুঞ্জন শোনা গিয়েছে যে, লিও মেসি পুরোপুরি ম্যাচ ফিট নন ৷
এই পরিস্থিতিতে পুরোপুরি বিপরীত মেরুতে অবস্থান করছেন মেসির অঘোষিত প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ বৃহস্পতিবার ঘানার বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয়ার্ধেই 1-0 গোলে পর্তুগাল (Portugal)-কে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ বক্সের ভিতরে প্রতিপক্ষ ডিফেন্ডারের বডিলাইন টাচ থেকে সকৌশলে পেনাল্টি আদায় করে নেন তিনি ৷ 65 মিনিটে পর্তুগালকে এগিয়ে দেন তিনি ৷ এর পর ম্যাচের 73 মিনিটে সমতা ফেরান ঘানার অধিনায়ক ৷