পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA World Cup 2022: রামধনু রঙা বস্তু ও ব্যানার নিয়ে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিল ফিফা - সাত রঙা বস্তু ও ব্যানার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ

বিশ্বকাপের মঞ্চে এবার দেখা যাবে রামধনু রঙ ৷ সঙ্গে রঙিন ব্যানার ৷ এদিন ফিফা জানিয়েছে, দর্শকরা মাঠে রঙিন বস্তু নিয়ে প্রবেশ করতে পারবেন (FIFA Gives Assurance That Rainbow Items and Banners will Allowed) ৷

fifa-world-cup-2022-fifa-gives-assurance-that-rainbow-items-and-banners-will-allowed-into-stadiums
fifa-world-cup-2022-fifa-gives-assurance-that-rainbow-items-and-banners-will-allowed-into-stadiums

By

Published : Nov 30, 2022, 8:56 PM IST

দোহা, 30 নভেম্বর:বিশ্বকাপে স্টেডিয়ামে রামধনু রঙা বস্তু এবং ইরানে মহিলাদের আন্দোলনের সমর্থনে ব্যানার নিয়ে প্রবেশের অনুমতি দিল ফিফা (FIFA Gives Assurance That Rainbow Items and Banners will Allowed) ৷ ইরান গতকাল বিশ্বকাপ (FIFA World Cup 2022) থেকে ছিটকে যাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা ৷ এতদিন কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে ইরানি মহিলাদের সমর্থনে কোনও ব্যানার নিয়ে দর্শকদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ৷ বিশেষ করে ‘ওম্যান, লাইফ, ফ্রিডম’ লেখা ব্যানার থাকলে, তা কেড়ে নিচ্ছিলেন নিরাপত্তরক্ষীরা ৷

এমনকি সমকামীদের অধিকারের দাবিতে কোনও ব্যানার নিয়েও স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হয়নি দর্শকদের ৷ শুধু তাই নয়, সাতটি ইউরোপিয়ান দেশকে সমকামিতার সমর্থনে ‘ওয়ান লাভ’, ‘নো-ডিসক্রিমিনেশন’ লেখা আর্মব্যান্ড পরে অধিনায়কদের মাঠে নামতে দেয়নি ফিফা ৷ মূলত ইসলামিক দেশ হিসেবে কাতারে সমকামিতাকে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ আর সেই কারণে, সমকামিদের কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সেদেশের সরকার ৷ যে সিদ্ধান্তকে মেনেও নিয়েছে ফিফা ৷ এমন একাধিক বিতর্কের জর্জরিত হয়েছে 2022 সালের ফিফা বিশ্বকাপ ৷

বিশ্বকাপের মঞ্চে ইরানি মহিলাদের হিজাব বিরোধী প্রতিবাদ

তেমনি একটি বিতর্ক ঘোষণা ছিল, বিশ্বকাপের মঞ্চে সাত রংয়ের কোনও বস্তু নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন না দর্শকরা ৷ বিশেষ করে ইরানে হিজাবের বিরুদ্ধে চলা মহিলাদের আন্দোলনের সমর্থনে স্টেডিয়ামে সাত রংয়ের বস্তু ও ব্যানার নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ গতকাল ইরান বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর আজ সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, গতকাল ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচে একাধিক আবেগে ভরা মুহূর্ত উঠে এসেছিল বিশ্বের সামনে ৷

পর্তুগাল ম্যাচে রামধনু রংয়ের পতাকা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ এক দর্শকের

আরও পড়ুন:বিশ্বমঞ্চে ফের ভালোবাসার জয়গান ! রামধনু রঙা পতাকা জড়িয়ে মাঠে ঢুকে পড়লেন দর্শক

ফিফার তরফে আজ একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘ফিফা এমন কিছু ঘটনা সম্পর্কে অবগত, যেখানে অনুমোদিত জিনিসপত্র স্টেডিয়ামে প্রদর্শনের অনুমতি ছিল না ৷ ফিফা কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পেয়েছে যে, কাতার বিশ্বকাপের জন্য নির্ধারিত সব নিয়মে মান্যতা দেওয়া হবে ৷’’

ABOUT THE AUTHOR

...view details