দোহা, 30 নভেম্বর:বিশ্বকাপে স্টেডিয়ামে রামধনু রঙা বস্তু এবং ইরানে মহিলাদের আন্দোলনের সমর্থনে ব্যানার নিয়ে প্রবেশের অনুমতি দিল ফিফা (FIFA Gives Assurance That Rainbow Items and Banners will Allowed) ৷ ইরান গতকাল বিশ্বকাপ (FIFA World Cup 2022) থেকে ছিটকে যাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা ৷ এতদিন কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে ইরানি মহিলাদের সমর্থনে কোনও ব্যানার নিয়ে দর্শকদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ৷ বিশেষ করে ‘ওম্যান, লাইফ, ফ্রিডম’ লেখা ব্যানার থাকলে, তা কেড়ে নিচ্ছিলেন নিরাপত্তরক্ষীরা ৷
এমনকি সমকামীদের অধিকারের দাবিতে কোনও ব্যানার নিয়েও স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হয়নি দর্শকদের ৷ শুধু তাই নয়, সাতটি ইউরোপিয়ান দেশকে সমকামিতার সমর্থনে ‘ওয়ান লাভ’, ‘নো-ডিসক্রিমিনেশন’ লেখা আর্মব্যান্ড পরে অধিনায়কদের মাঠে নামতে দেয়নি ফিফা ৷ মূলত ইসলামিক দেশ হিসেবে কাতারে সমকামিতাকে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ আর সেই কারণে, সমকামিদের কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সেদেশের সরকার ৷ যে সিদ্ধান্তকে মেনেও নিয়েছে ফিফা ৷ এমন একাধিক বিতর্কের জর্জরিত হয়েছে 2022 সালের ফিফা বিশ্বকাপ ৷