কলকাতা, 28 নভেম্বর: বিশ্বকাপের বল গড়ানোর সপ্তাহ দুয়েক আগে কলকাতায় এসেছিলেন কাফু। 2002 সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন তিনি। ফলে তাঁর সামনে বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাবনা নিয়ে প্রশ্ন আসবেই এবং এসেছিল ৷ সেদিন তিনি জানিয়েছিলেন, এবারের ব্রাজিল নেইমার নির্ভর নয় ৷ তাঁর কথা যে সত্যি তা প্রথম ম্যাচে প্রমাণ করেছেন ব্রাজিল কোচ তিতে ৷ আর আজ রাতে ব্রাজিল দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামবে (Brazil vs Switzerland) ৷ তার আগে নেইমার গোড়ালির চোটে বিশ্বকাপের (FIFA World Cup 2022) প্রথম পর্বে আর খেলতে পারবেন না, এই খবর এখন বাসি ৷
কিন্তু, নেইমার জুনিয়র (Neymar Jr) নেই বলে সেলেকাও শিবিরে চিন্তার লেশ মাত্র নেই ৷ কাকার মতো প্রাক্তন ব্রাজিলিয়ান তারকারা জানাচ্ছেন, সার্বিয়ার বিরুদ্ধে নেইমার বসে যাওয়ার পরেই বেশি ঝলমলে লেগেছে ব্রাজিলকে ৷ কাতার বিশ্বকাপে ব্রাজিল দলে প্রতিভাবান ফুটবলারের ছড়াছড়ি ৷ যাঁরা ইউরোপের বিভিন্ন বিখ্যাত ক্লাবে প্রথম একাদশে নিয়মিত হলেও, হলুদ জার্সিতে নন ৷ রির্চালসনের জোড়া গোলে সার্বিয়াকে হেলায় হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৷ সেই জয়ের পর সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলকেই এগিয়ে রাখছেন ফুটবল বিশেষজ্ঞরা ৷
সুইৎজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন বলেছেন, “ব্রাজিল দলের প্রতিটি ফুটবলারের স্কিল অসাধারণ ৷ এমনকী ডিফেন্ডার এবং গোলরক্ষকের স্কিলও চোখ ধাঁধানো ৷ ওরা যেন এখানে এসেছেই ট্রফি নেওয়ার জন্য এবং সেটাই ওদের একমাত্র লক্ষ্য ৷’’
লেফ্ট উইং থেকে ভিনিসিয়াস জুনিয়রের ম্যাচ সচল রাখা হোক বা আক্রমণে রির্চালসনের গোলের জন্য অপেক্ষা- সবদিক থেকেই এগিয়ে ব্রাজিল ৷ পাশাপাশি, ডিফেন্সে থিয়াগো সিলভা, মারকুইনহোরা সকলেই নেইমারের অভাবকে সরিয়ে নিজেদের মেলে ধরতে তৈরি বলে জানিয়েছে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট ৷ এবারের বিশ্বকাপে 9 জন স্ট্রাইকার নিয়ে কাতারে এসেছেন কোচ তিতে ৷