পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA World Cup 2022: সামনে সুইৎজারল্যান্ড, নেইমার-পর্ব সরিয়ে টিম গেমে জোর তিতের - Brazil vs Switzerland Match Preview

নেইমার জুনিয়র (Neymar Jr)-এর চোট পর্ব ভুলে এবার দলগত ফুটবল খেলে বিশ্বকাপের (FIFA World Cup 2022) নকআউট পর্বে যাওয়া নিশ্চিত করতে চাইছেন ব্রাজিল কোচ তিতে ৷ আজ সুইৎজারল্যান্ডের (Brazil vs Switzerland) বিরুদ্ধে তাই কোন ফরমেশনে দল নামাবেন তিতে, সেদিকেই নজর ফুটবল বিশেষজ্ঞদের ৷

fifa-world-cup-2022-brazil-vs-switzerland-match-preview
fifa-world-cup-2022-brazil-vs-switzerland-match-preview

By

Published : Nov 28, 2022, 10:16 AM IST

Updated : Nov 28, 2022, 10:41 AM IST

কলকাতা, 28 নভেম্বর: বিশ্বকাপের বল গড়ানোর সপ্তাহ দুয়েক আগে কলকাতায় এসেছিলেন কাফু। 2002 সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন তিনি। ফলে তাঁর সামনে বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাবনা নিয়ে প্রশ্ন আসবেই এবং এসেছিল ৷ সেদিন তিনি জানিয়েছিলেন, এবারের ব্রাজিল নেইমার নির্ভর নয় ৷ তাঁর কথা যে সত্যি তা প্রথম ম্যাচে প্রমাণ করেছেন ব্রাজিল কোচ তিতে ৷ আর আজ রাতে ব্রাজিল দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামবে (Brazil vs Switzerland) ৷ তার আগে নেইমার গোড়ালির চোটে বিশ্বকাপের (FIFA World Cup 2022) প্রথম পর্বে আর খেলতে পারবেন না, এই খবর এখন বাসি ৷

কিন্তু, নেইমার জুনিয়র (Neymar Jr) নেই বলে সেলেকাও শিবিরে চিন্তার লেশ মাত্র নেই ৷ কাকার মতো প্রাক্তন ব্রাজিলিয়ান তারকারা জানাচ্ছেন, সার্বিয়ার বিরুদ্ধে নেইমার বসে যাওয়ার পরেই বেশি ঝলমলে লেগেছে ব্রাজিলকে ৷ কাতার বিশ্বকাপে ব্রাজিল দলে প্রতিভাবান ফুটবলারের ছড়াছড়ি ৷ যাঁরা ইউরোপের বিভিন্ন বিখ্যাত ক্লাবে প্রথম একাদশে নিয়মিত হলেও, হলুদ জার্সিতে নন ৷ রির্চালসনের জোড়া গোলে সার্বিয়াকে হেলায় হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৷ সেই জয়ের পর সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলকেই এগিয়ে রাখছেন ফুটবল বিশেষজ্ঞরা ৷

সুইৎজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন বলেছেন, “ব্রাজিল দলের প্রতিটি ফুটবলারের স্কিল অসাধারণ ৷ এমনকী ডিফেন্ডার এবং গোলরক্ষকের স্কিলও চোখ ধাঁধানো ৷ ওরা যেন এখানে এসেছেই ট্রফি নেওয়ার জন্য এবং সেটাই ওদের একমাত্র লক্ষ্য ৷’’

লেফ্ট উইং থেকে ভিনিসিয়াস জুনিয়রের ম্যাচ সচল রাখা হোক বা আক্রমণে রির্চালসনের গোলের জন্য অপেক্ষা- সবদিক থেকেই এগিয়ে ব্রাজিল ৷ পাশাপাশি, ডিফেন্সে থিয়াগো সিলভা, মারকুইনহোরা সকলেই নেইমারের অভাবকে সরিয়ে নিজেদের মেলে ধরতে তৈরি বলে জানিয়েছে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট ৷ এবারের বিশ্বকাপে 9 জন স্ট্রাইকার নিয়ে কাতারে এসেছেন কোচ তিতে ৷

আরও পড়ুন:টুর্নামেন্ট ফেভারিট নন, তবু পর্তুগালকে বিশ্বসেরা করার স্বপ্ন দেখছেন রোনাল্ডো !

নেইমারের চোট কী অবস্থায় রয়েছে, তা জানতে ব্রাজিল সমর্থকরা উৎসুক ৷ যদিও, তিতে জানিয়েছেন, নেইমারকে চলতি বিশ্বকাপেই দেখা যাবে ৷ আর তা সম্ভবত নক আউট পর্বে ৷ তবে, নেইমার নির্ভরতা ছেড়ে তিনি যে দলগত পারফর্মেন্সে জোর দিতে চান সেটাও আগেও জানিয়েছেন ৷ সেই সঙ্গে তিতে বলেছিলেন, ‘‘নেইমারদের মতো ফুটবলারদের রক্ষা করার ব্যাপারে ফিফাকে আরও যত্নবান হতে হবে ৷ মারণ ট্যাকেল বন্ধ হওয়া দরকার ৷’’

আরও পড়ুন:পরিবর্তেই বাজিমাত, স্পেনের বিরুদ্ধে ড্র করে টিকে রইল জার্মানি

তবে, আজকের ম্যাচে নেইমারের বিকল্প হিসেবে গ্যাব্রিয়েল জেসুসকে খেলাতে পারেন তিতে ৷ গত ম্যাচে নেইমারের বদলি হিসেবে নেমেছিলেন রডড্রিগে ৷ আগের ম্যাচে নেইমার সেন্টার ব্যাকে খেলছিলেন ৷ আর দু’দিকের উইংয়ের সঙ্গে তিনিও খেলা তৈরি করছিলেন ৷ তবে, গ্যাব্রিয়েল জেসুস বা রডড্রিগে যেই খেলুন না কেন ৷ তাঁদের কোন পজিশনে রাখবেন তিতে সেটাই দেখার বিষয় ৷ কারণ, রাইট উইংয়ের দায়িত্বে রাফিনহা থাকবেন ৷ সেখানে জেসুস সেন্টার ব্যাকে খেলতে কতটা স্বচ্ছন্দ বোধ করবেন, সেটাও দেখার ৷ আর তিতের কাছে বিকল্প বলতে, প্লেয়িং ফরমেশনে বদল আনা ৷ গত ম্যাচের 4-2-3-1 ফমেশনে বদল আনতেই পারেন ৷ তাই নেইমারের চোট ভুলে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে 3 পয়েন্ট নিয়ে নক আউট পর্বে যাওয়া নিশ্চিত করতে চাইছে সেলেকাওরা ৷

বিরুদ্ধে ভিনিসিয়াস জুনিয়র এবং রির্চালসনের যুগলবন্দীর সঙ্গে জেসুসকে আরেকটি উইংয়ে জুড়ে দিতে পারেন। রডড্রিগে বা ফ্রেড রয়েছেন। তাদের মধ্যে যেকোনও একজন হতে পারেন নেইমারের বিকল্প। সব মিলিয়ে সার্বিয়া ম্যাচ অতীত। নেইমারের চোটের তিক্ত স্মৃতি পিছনে ফেলে সুন্দর ফুটবলের খোঁজে সেলেকাওরা ৷

Last Updated : Nov 28, 2022, 10:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details