দোহা, 5 ডিসেম্বর: আজ রাতে শেষ ষোলোর ম্যাচে নামছে ব্রাজিল ৷ সেলেকাওদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ৷ যাঁরা গ্রুপ-এইচ এর শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে ফিফা বিশ্বকাপের (Brazil vs South Korea Round 16) নকআউট পর্বে উঠেছে ৷ সেই সঙ্গে উরুগুয়েরর এবারে বিশ্বকাপ যাত্রা শেষ করে দিয়েছে গ্রুপ পর্যায়েই ৷ আজ সেই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নামবেন থিয়াগো সিলভা, কাসেমিরো, ভিনি জুনিয়ররা ৷
কিন্তু, ব্রাজিল এই ম্যাচে নামার আগে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ফুটবল অনুরাগীদের মধ্যে ৷ নেইমার জুনিয়র (Neymar Jr) কি মাঠে নামবেন দক্ষিণ কোরিয়ানদের বিরুদ্ধে ? যে প্রশ্নের জবাবে ম্যাচের 24 ঘণ্টা আগে কোচ তিতে (Tite) জানিয়েছেন, তিনি চান যাতে নেইমারকে ম্যাচের শুরু থেকে খেলাতে ৷ কিন্তু, ডান পায়ের চোট সারিয়ে অনুশীলনে ফেরা নেইমার কী সেই ধকল নিতে পারবেন ? পারলেও কতক্ষণ ? এমন একাধিক প্রশ্ন উঠে আসছে ৷ যা নিয়ে তিতে জানিয়েছেন, পুরোটাই নির্ভর করছে মেডিক্যাল টিমের রিপোর্টের উপর ৷
প্রসঙ্গত, নেইমার ম্যাচ ফিট থাকলে, তাঁকে তিতে শুরু থেকে খেলানোর পক্ষপাতি ৷ মেডিক্যাল টিম সেই অনুমতি না দিলে, ম্যাচের দ্বিতীয়ার্ধে নেইমারকে খেলানো যায় কিনা, সেটাও ভেবে দেখা হচ্ছে ৷ তবে, এতসব অনিশ্চয়তার মধ্যে একটা ভালো খবর, নেইমার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন ৷ এমনকি দলের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচে গোলও করেছেন প্যারিস সেন্ট জার্মেইনের স্ট্রাইকার ৷