প্যারিস, 16 নভেম্বর: কাতারে বিশ্বকাপ ট্রফি (FIFA World Cup 2022) জেতার লড়াইয়ে ব্রাজিল, ফ্রান্স ও ইংল্যান্ড অনেকটাই এগিয়ে রয়েছে (Brazil France England are Favorites) ৷ এমনটাই মনে করে আর্জেন্টাইন অধিনায়ক লিও মেসি (Leonel Messi) ৷ তাঁর মতে, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের 36 বছরের অপেক্ষার পথে সবচেয়ে বড় কাঁটা ব্রাজিল, ফ্রান্স এবং ইংল্যান্ড ৷ তিনি বলেন, ‘‘যখনই আমরা বিশ্বকাপের দাবিদারের কথা বলি, বারেবারে এই নামগুলো আলোচনায় উঠে আসে ৷ সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশনকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন মেসি ৷
2014 ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে জার্মানির বিরুদ্ধে 0-1 গোলে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে ৷ সেবার মেসির সামনে ফুটবল বিশ্বকাপ জেতার সুবর্ণ সুযোগ ছিল ৷ 2018-তে রাশিয়া বিশ্বকাপেও নকআউট পর্ব থেকে ছিটকে যায় আর্জেন্টিনা ৷ এবছর মেসি তাঁর পঞ্চম বিশ্বকাপ খেলতে নামবেন ৷ আর খুব সম্ভবত শেষ বিশ্বকাপ ৷ তবে, লিও মেসি কী বলছেন ? তাঁর কথায়, আর্জেন্টিনার কাপ জয়ের স্বপ্নে সবচেয়ে বড় বাধা লাতিন আমেরিকান চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ৷ আর তার পর ইউরোপের ফ্রান্স ও ইংল্যান্ড ৷