সাও পাওলো, 15 নভেম্বর:শুধু নেইমার জুনিয়র (Neymar Jr) নন, ব্রাজিল কোচ তিতে বিশ্বকাপ পরিকল্পনা করছেন রডরিগো, ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল জেসুস (Gabriel Jesus), পেদ্রো-সহ সবাইকে নজরে রেখেই পরিকল্পনা সাজাচ্ছেন ব্রাজিল কোচ তিতে ৷ পাঁচ বারের বিশ্বকাপ (FIFA World Cup 2022) ব্রাজিল প্রায় 20 বছর পর ফের একবার বিশ্বজয়ের স্বপ্ন দেখছে তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণে (Brazil Coach Tite Plans for World Cup) ৷ তবে, তিতে এটাও জানেন বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে তাঁর দলের আক্রমণ বিভাগের অভিজ্ঞতা খুব একটা নেই ৷ তাই তাঁর পরিকল্পনা অনুযায়ী, ফুটবল স্কিল, গতি এবং আক্রমণের মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণকে ভীত ও সন্ত্রস্ত করে তুলতে চাইছেন ৷
বিশ্বকাপের আগে ব্রাজিল দলের প্রতিটি ফুটবলারকে একে অপের সঙ্গে বোঝাপড়া গড়ে তুলতে ইতালির তুরিনে এক সপ্তাহের বিশেষ ক্যাম্প করছেন তিতে ৷ ব্রাজিলের 26 জনের স্কোয়াডে 9 জন ফরওয়ার্ডকে রেখেছেন ব্রাজিলিয়ান কোচ ৷ যেখানে নেইমার, জেসুস, পেদ্রো ছাড়াও রয়েছেন, ভিনিসিয়াস জুনিয়র, রডরিগ রিচার্লিসন, রাফিনহা, অ্যান্তোনি, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিরা ৷ এই ফরওয়ার্ডদের মধ্যে একমাত্র নেইমার জুনিয়র 2014 ও 2018-র বিশ্বকাপে খেলেছেন ৷ আর গ্যাব্রিয়েল জেসুস 2018 সালে রাশিয়া বিশ্বকাপে খেলেছিলেন ৷ বাকি 7 জন বিশ্বকাপে অভিষেক করবেন জাতীয় দলের জার্সিতে ৷