বুয়েনস আইরেস, 23 নভেম্বর: সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচে জয় নিয়ে কোনও সন্দেহই ছিল না আর্জেন্তাইন সমর্থকদের মধ্যে ৷ কিন্তু, তার বদলে এক রাশ হতাশা দেখা দিল রাজধানী বুয়েনস আইরেসের রাজপথে (Argentines Shocked Saddened by Loss in World Cup) ৷ যেখানে কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) দীর্ঘ প্রতীক্ষিত প্রথম ম্যাচে লিওনেল মেসির আর্জেন্তিনা 2-1 গোলে সৌদি আরবের (Saudi Arabia) বিরুদ্ধে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ৷ আর এ নিয়ে বুয়েনস আইরেসে (Buenos Aires) এক আর্জেন্তাইন সমর্থক বললেন, ‘‘সত্যিটা হল, এটা খুব হতাশাজনক, বড় হতাশা ৷’’
একরাশ হতাশা বুয়েনস এরিসের অলিগলিতে আলেজান্দ্রো পিন্টোস নামে ওই সমর্থক বলেন, ‘‘এটা এমন একটা ম্যাচ ছিল, যেটা জেতা ছাড়া কোনও দ্বিতীয় কোনও অপশন ছিল না ৷’’ তাঁর কথায়, আর্জেন্তিনার জাতীয় দলকে গতকালের ম্যাচে খুবই অগোছালো লেগেছে ৷ যা খুবই হতাশাজনক বলে মনে করেন পিন্টোস ৷ যেখানে 36টা ম্যাচ অপরাজিত থাকার পর বিশ্বকাপ অভিযানে গিয়েছিল আর্জেন্তিনা ৷ আর সেই জয়ের ধারা অব্যাহত রাখার বদলে, লিও মেসির নেতৃত্বাধীন আর্জেন্তিনা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ৷
প্রতিপক্ষকে লঘু করে দেখার ফল, বলছেন আর্জেন্তাইনরা আর সেই হারের হতাশা ধরা পড়েছে আর্জেন্তাইন সমর্থকদের কথায়, তাঁদের শরীরিভাষায় ৷ 27 বছরের জোসফিনা লিসেরা বলেন, ‘‘আমি খুবই নিশ্চিত ছিলাম যে, আমরা জয়ী হব ৷ তাই অফিস চলে গিয়েছিলাম ৷ কিন্তু, এটা আমার কাছে অনেক বড় ধাক্কা ৷’’ এমনই এক সমর্থক সুজানা জানান, তিনি সকাল 7টার সময় ঘুম থেকে উঠে, জাতীয় পতাকা নিয়ে টিভির সামনে বসেছিলেন ৷ আশায় ছিলেন সৌদি আরবের বিরুদ্ধে তাঁদের দল জিতবে ৷ কিন্তু, ম্যাচ শেষে তিনিও হতাশ ৷ তাঁর কথায়, ‘‘সত্যি বলতে কি, আমরা প্রতিপক্ষকে গুরুত্বই দিইনি ৷’’
সৌদির কাছে হার ! বিশ্বাসই হচ্ছে না আর্জেন্তাইন সমর্থকের আরও পড়ুন:ঘুচল অপরাজিত তকমা, হাতছাড়া 64 বছরের রেকর্ডও ! মরুদেশে মলিন 'মেসি অ্যান্ড কোং'
বছরের পর বছর ধরে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশ আর্জেন্তিনায় আশার আলো আনতে বিশ্বকাপ জয়ের অপেক্ষায় রয়েছে ৷ যে দেশে মুদ্রাস্ফীতির হার প্রায় 100 শতাংশ ৷ প্রতি 10 জনের মধ্যে 4 জন দারিদ্রের মধ্যে জীবন কাটাচ্ছেন ৷ তেমনি একজন ব্যক্তি হলেন বুয়েনস আইরেসের 67 বছরের অস্কার লোপেজ ৷ যিনি তাঁর আবাসনের সুপারিনটেন্ডেন্ট ৷ তিনি বলেন, ‘‘একটা দল যদি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে, এর অর্থ সেই দলটি কোনওভাবেই সহজ প্রতিপক্ষ নয় ৷ তোমাকে সবসময় সতর্ক থেকে এগোতে হবে ৷’’ আর্জেন্তিনার হারের পর, এমন একাধিক হতাশার ছবি উঠে এসেছে সেদেশের রাজধানী বুয়েনস এরিসের অলিতে গলিতে ৷