দোহা, 26 নভেম্বর: আজ মেক্সিকোর বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে নামছে লিওনেল মেসির আর্জেন্তিনা (Argentina Do or Die Match in World Cup) ৷ যে ম্যাচ জিতলে তবেই ফিফা বিশ্বকাপে নিজেদের জায়গা ধরে রাখতে পারবেন মেসি-দিবালারা ৷ তাই সৌদি আরবের বিরুদ্ধে হওয়া ভুল, দ্বিতীয়বার করতে চাইবেন না কোচ লিওনেল স্কালোনি ৷ বিশেষ করে প্রথম ম্যাচে প্রতিপক্ষের অফসাইডের জালে বারবার পড়ে গিয়েছিলেন আর্জেন্তাইন ফুটবলাররা ৷ আর মূলত সেই কারণেই সৌদি আরবের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছিল আর্জেন্তিনাকে ৷
তবে, দ্বিতীয় ম্যাচে নজর থাকবে লিওনেল মেসির উপরে ৷ কারণ, প্রথম ম্যাচে সৌদির বিরুদ্ধে একটা সময়ে মেসিকে খুঁজে পাওয়া যায়নি ৷ যেন সৌদির ফুটবলাররা একটা ঘোষিত নীতি নিয়েছিলেন যে, মেসিকে আটকালেই ম্যাচ হাতে ৷ আর হয়েছিলও তাই ৷ মাঝমাঠে অ্যাঞ্জেল দি মারিয়া, ম্যাক অ্যালিস্টাররা খেই হারিয়ে ফেলেছিলেন ৷ কাকে বল বাড়াবেন, সেটা বুঝে ওঠার আগেই প্রতিপক্ষ ঘিরে ফেলছিল আর্জেন্তাইন ফুটবলারদের ৷ এই অতিরিক্ত মেসি নির্ভরতার কারণেই রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হেরে টুর্নামেন্টের বাইরে জেতে হয়েছিল আর্জেন্তিনাকে ৷