পশ্চিমবঙ্গ

west bengal

FIFA World Cup 2022: টুর্নামেন্ট ফেভারিট নন, তবু পর্তুগালকে বিশ্বসেরা করার স্বপ্ন দেখছেন রোনাল্ডো !

By

Published : Nov 27, 2022, 5:21 PM IST

সম্ভবত শেষ বিশ্বকাপ (FIFA World Cup 2022) খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ কিন্তু, মহাতারকার শেষ বিশ্বকাপে তাঁর দলকে কেউ ফেভারিটদের মধ্যে রাখছেন না ৷ কিন্তু, রোনাল্ডো তা মনে করেন না ৷ ঘানার বিরুদ্ধে ম্যাচের পর, সেই ইঙ্গিতই দিয়েছেন সিআর সেভেন (Cristiano Ronaldo Eyes World Cup Glory) ৷

FIFA World Cup 2022 After Latest Personal Milestone Cristiano Ronaldo Eyes World Cup Glory
FIFA World Cup 2022 After Latest Personal Milestone Cristiano Ronaldo Eyes World Cup Glory

দোহা, 27 নভেম্বর: ঘানার বিরুদ্ধে গত বৃহস্পতিবার জাতীয় দলের জার্সি গায়ে আরও একটি ব্যক্তিগত মাইলস্টোনের মালিক হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছেন সিআর সেভেন ৷ এ বার তাঁর পরবর্তী লক্ষ্য দেশের হয়ে বিশ্বকাপ জয় ৷ যা নিয়ে ঘানার ম্যাচ জয়ের পর, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ‘‘এটা সবে শুরু ৷ এখানে কোনও কিছুই অসম্ভব নয় ৷’’ তবে, পর্তুগালের হয়ে একার ক্ষমতায় যে বিশ্বকাপ যেতা সম্ভব নয়, তা খুব ভালো করেই জানেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তাঁর দলের কোচ ফার্নান্দো স্যান্টোস ৷

ঈশ্বরকে ধন্যবাদ রোনাল্ডোর

ফিফা বিশ্বকাপ 2022 (FIFA World Cup 2022)-এর প্রথম ম্যাচে নামার আগের দিন রোনাল্ডোর সঙ্গে চুক্তি বাতিল করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ বিশ্বকাপের পর কোন ক্লাবে খেলবেন, তাও জানেন না রোনাল্ডো ৷ কিন্তু, সেসব মোটেই ভাবাচ্ছে না সিআর সেভেনকে ৷ বর্তমানে তাঁর নজর বিশ্বকাপে (Cristiano Ronaldo Eyes World Cup Glory) ৷ তবে, এই বিশ্বকাপ জয় একা রোনাল্ডোর ভরসায় যে সম্ভব নয়, তা জানেন ফার্নান্দো স্যান্টোস ৷ তবে, তাঁর ঝোলায় তুরুপের তাসের অভাব নেই ৷ রিয়াল মাদ্রিদ থেকে সম্প্রতি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যাওয়া ব্রুনো ফার্নান্দেজ, সিটি মিডফিল্ডার বের্নার্ডো সিলভা, জোয়াও ফেলিক্স এবং রাফায়েল লিয়াও এর মতো ফুটবলাররা ফার্নান্দো স্যান্টোসের বড় ভরসা ৷

ঘানার বিরুদ্ধে গোলের পর উৎসব সিআর 7-এর

আরও পড়ুন:বিশ্বকাপে ফুটবলের রাজপুত্রকে স্পর্শ মেসির

ঘানার বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 1-0 গোলে পর্তুগালকে এগিয়ে দিলেও, 10 মিনিটের মধ্যে সেই গোল পরিশোধ করে দেয় প্রতিপক্ষ ৷ সেখান থেকে পর্তুগালকে 3-1 করতে সাহায্য করেছিলেন জোয়াও ফেলিক্স এবং রাফায়েল লিয়াও ৷ যেখানে ফেলিক্সের গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট ছিল রোনাল্ডোর ৷ প্রসঙ্গত, ফার্নান্দো স্যান্টোসের সবচেয়ে বড় সুবিধা রোনাল্ডোর মতো ভয়ঙ্কর স্ট্রাইকার প্রতিপক্ষের ডিফেন্সে ঘোরাঘুরি করলে, বাকি খেলোয়াড়রা নজরের বাইরে চলে যান ৷ ফলে সেখানেই পর্তুগালের গোলের দরজা খুলে যায় ৷

উরুগুয়ে ম্যাচে রোনাল্ডোর অন্যতম প্রতিপক্ষ লুই সুয়ারেজ

আরও পড়ুন:বিশ্বকাপে তিকিতাকার বিরুদ্ধে টিকে থাকার লড়াই জার্মানির

পাশাপাশি, রোনাল্ডো যে নিচে নেমে খেলা তৈরিও করতে পারেন, তা 2016 ইউরোর পর ঘানার বিরুদ্ধে ম্যাচেও দেখা গিয়েছে ৷ রোনাল্ডোর ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি, দলকে ম্যাচ জেতানোর খিদে এখনও তাঁর মধ্যে রয়েছে ৷ যা আর বেশি করে স্বস্তি দিচ্ছে ফার্নান্দো স্যান্টোসকে ৷ সোমবার পর্তুগালের পরবর্তী ম্যাচ উরুগুয়ের বিরুদ্ধে ৷ যেখানে তাঁর প্রতিপক্ষ হিসেবে থাকবেন লুই সুয়ারেজ ৷ খুব সম্ভবত এটা সুয়ারেজেও শেষ বিশ্বকাপ ৷ লা লিগায় রিয়াল মাদ্রিদে খেলার সময় রোনাল্ডোর অন্যতম প্রতিপক্ষ ক্লাব বার্সেলোনায় খেলতেন লুই সুয়ারেজ ৷ লা লিগার পর এবার কাতার বিশ্বকাপে সুয়ারেজের মুখোমুখি হবেন সিআর সেভেন ৷

ABOUT THE AUTHOR

...view details