কলকাতা, 26 জানুয়ারি: অবশেষে স্বস্তি লাল-হলুদে । নতুন ফুটবলার নেওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গলের (East Bengal Club) নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা (Fédération Internationale De Football Association)। এর ফলে এলিয়ান্দ্রোর বদলি হিসেবে অপেক্ষারত জ্যাক জারভিসকে (Jake Jervis) সই করানোর ব্যাপারে কোনও অসুবিধা রইল না। ইস্টবেঙ্গলের তরফ থেকে শীর্ষকর্তা দেবব্রত সরকার বুধবারই জানিয়েছিলেন, তাঁরা ওমিদ সিংয়ের বকেয়া মিটিয়ে দিয়েছেন। সমস্যা মিটে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা (FIFA Withdraws Transfer Ban on East Bengal)।
শেষ পর্যন্ত বুধবার গভীর রাতে যাবতীয় সমস্যা মিটে যায়। দলবদলের দ্বিতীয় উইন্ডো শেষ হতে আর মাত্র দিনচারেক বাকি (FIFA Withdraws Transfer Ban)। বৃহস্পতিবার এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে পদ্মাপাড়ের ক্লাব । 14 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নিচের দিকে স্টিফেন কনস্ট্যান্টাইনের দল । বাকি ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা বলছেন দলের হেডস্যর । কিন্তু তাঁর দলের ফুটবলারদের মান এবং পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে । লাল-হলুদ কোচ বারবার বলছেন, এই দলের ফুটবলারদের নেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা নেই ।
আরও পড়ুন:কাঠগড়ায় ফেরান্দোর দলের পারফরম্যান্স, চিঠি দিচ্ছে মোহনবাগান