জুরিখ, 11 মে : ‘ইএ স্পোর্টস, ইটস ইন দ্য গেম’ ৷ নব্বইয়ের দশকের ছেলে-মেয়েদের কাছে অ্যান্ড্রু অ্যান্টনির ভরাট গলায় এই লাইনটা রীতিমতো আবেগের জায়গা ৷ সেই আবেগেই এবার ইতি পড়তে চলেছে ৷ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা'র সঙ্গে নতুন লাইসেন্সিং চুক্তি করে উঠতে পারেনি ইএ স্পোর্টস ৷ ফলে আগামী বছর দেখে আর দেখা যাবে ‘ফিফা ভিডিয়ো গেম’কে (FIFA video game to disappear) ৷
এই বছরের শেষের দিকে ফিফার সঙ্গে অংশীদারিত্বে ভিডিয়ো গেমের শেষ সংস্করণ মার্কেটে এনেছিল সংস্থা ৷ চুক্তি শেষের পরে 2023 থেকে চালু হবে ইএ স্পোর্টস এফসি। অনেক ফুটবল ভক্তের কাছে ফিফাই একটি খেলা, ক্রীড়া রাজনৈতিক প্রতিষ্ঠান নয় । যার মূলে রয়েছে ইএ স্পোর্টস ৷ প্রায় তিন দশক ধরে ফিফা ভিডিয়ো গেম তৈরি করে আসছে সংস্থাটি ৷