জুরিখ, 18 জানুয়ারি : ফিফা 2021’র বর্ষসেরা ফুটবলার হলেন রবার্ট লেওয়ানডস্কি (FIFA The Best is Robert Lewandowski) ৷ পরপর দ্বিতীয়বার ফিফার বর্ষসেরার মুকুট উঠল তাঁর মাথায় ৷ সেই সঙ্গে বর্ষসেরা ফুটবলার হিসেবে পর্তুগাল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছুঁয়ে ফেললেন তিনি (Robert Lewandowski equals Cristiano Ronaldo record with second best FIFA award) ৷ এদিন রোনাল্ডোকেও সম্মানিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ৷ আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের রেকর্ডের জন্য ফিফার বিশেষ সম্মান দেওয়া হয়েছে সিআর সেভেনকে ৷
2021’র ফিফার বর্ষসেরা ফুটবলারের দৌড়ে সেরা তিনে ছিলেন লিওনেল মেসি, মহম্মদ সালাহ এবং রবার্ট লেওয়ানডস্কি ৷ যে দৌড়ে পিএসজি এবং লিভারপুলের সেরা ফরওয়ার্ডকে পিছনে ফেলে ফিফার সেরা ফুটবলারের তকমা ধরে রাখতে সক্ষম হয়েছেন তিনি ৷ 2021-এ জার্মান লিগ বুন্দেশলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে সর্বকালের সেরা পারফর্মেন্স করেছিলেন লেওয়ানডস্কি ৷ গত মরশুমে শুধুমাত্র বুন্দেশলিগাতে 41টি গোল করেছেন এই পোলিশ তারকা ৷
অন্যদিকে, মেসি 2019-এ শেষবার ফিফার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন ৷ কিন্তু, মনে করা হয়েছিল এ বছর হয় তো লেওয়ানডস্কি এবং সালাহকে পিছনে ফেলতে পারেন আর্জেন্টাইন মহাতারকা ৷ 2021-এ প্রথমবার আর্জেন্টিনাকে কোনও ফিফা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করতে পেরেছিলেন মেসি ৷ গতবছর কোপা আমেরিকা 2020 (করোনা আবহে 2021এ টুর্নামেন্টের আয়োজন করা হয়) জেতে আর্জেন্টিনা ৷ যেখানে প্রায় একার কৃতিত্বে আর্জেন্টিনাকে লাতিন আমেরিকার সেরার তকমা জেতান মেসি ৷
আরও পড়ুন : Fifa Mens Player Award 2021 : ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে মেসি-সালাহ-লেওনডস্কি