পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA suspends AIFF পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের শুনানি, অপেক্ষার প্রহর ভারতীয় ফুটবলে

ফিফার নির্বাসন নিয়ে সুপ্রিম কোর্টের পিছিয়ে গেল (FIFA suspends AIFF)৷ পরবর্তী শুনানি হবে 22 অগস্ট ৷ এর ফলে চরম সংকটের সময়ও জট কাটল না ভারতীয় ফুটবলে (Supreme Court defers hearing to August 22)৷

fifa-suspends-aiff-supreme-court-defers-hearing-to-august-22
পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের শুনানি, অপেক্ষার প্রহর ভারতীয় ফুটবলে

By

Published : Aug 17, 2022, 2:39 PM IST

কলকাতা, 17 অগস্ট: অপেক্ষার প্রহর বাড়ল ভারতীয় ফুটবলে (FIFA suspends AIFF)। চব্বিশ ঘণ্টা আগেও ফিফার নির্বাসন বলবৎ হওয়ার পরে যে তৎপরতা শুরু হয়েছিল তা আদালতে গিয়ে আপাতত থমকে গেল । পিছিয়ে গেল শুনানি (Supreme Court defers hearing to August 22)। ফলে ভারতীয় ফুটবলের চরম সংকটে এখনও মিলল না সমাধান সূত্র ।

সোমবার গভীর রাতে ভারতের ফুটবল ফেডারেশনকে চিঠি পাঠিয়ে নির্বাসিত করে ফিফা । এরপরেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক । সংকট মেটাতে গতকালই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারা । বুধবার সেই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায় । পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 22 অগস্ট ।

ফিফার সঙ্গে আলোচনা করছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক । মঙ্গলবারই ফিফার সঙ্গে দু বার কথা বলেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক । কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহেতার দাবি, বরফ গলতে শুরু করেছে । সমস্যা মেটানোর চেষ্টা করছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক । খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি । বুধবার তুষার মেহেতার বক্তব্য শোনেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় । এরপর শুনানি স্থগিত করে দেন তিনি । জানান, আগামী সোমবার ফের শুনানি হবে । সমস্যা সমাধানে কেন্দ্রকে সময় দিতে চায় আদালত ।

আরও পড়ুন:তৎপর কেন্দ্রীয় সরকার, এআইএফএফ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি

প্রথম দিনের শুনানির পর ভারতীয় ফুটবলের উপর থেকে ফিফার ব্যান তোলার প্রক্রিয়ায় কেন্দ্রের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত । বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, কেন্দ্র সঠিক পথেই এগোচ্ছে । সমস্যা সমাধানে কেন্দ্রকে আরও কিছুদিন সময় দিতে চাইছে আদালত । সেই জন্যই সুপ্রিম কোর্টের শুনানি সোমবার পর্যন্ত পিছিয়ে দিয়েছে আদালত ।

ABOUT THE AUTHOR

...view details