নয়াদিল্লি, 28 ফেব্রুয়ারি : ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা উইঙ্গার সুরজিৎ সেনের প্রয়াণে শোকবার্তা জ্ঞাপন করল ফিফা ৷ বিশ্ব ফুটবলের গভর্নিং বডির তরফে রবিবার এক শোকবার্তা এসে পৌঁছয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল্ল প্যাটেলের কাছে (FIFA President Condoles the death of Surajit Sengupta to AIFF) ৷
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এআইএফএফ'কে পাঠানো শোকবার্তায় লিখেছেন, "প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের প্রয়াণে আমার আন্তরিক সমবেদনা ৷ শোকপ্রকাশের কোনও ভাষা আমার কাছে নেই ৷"
কেরিয়ারের শুরুতে মোহনবাগানের জার্সি গায়ে চাপালেও ইস্টবেঙ্গলের 'ঘরের ছেলে' হিসেবে পরিচিত সুরজিৎ সেনগুপ্ত গত 19 ফেব্রুয়ারি প্রয়াত হন (Surajit Sengupta passed away on 19th February) ৷ করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও জীবনের মূলস্রোতে আর আর ফেরা হয়নি 1974-79 দেশের হয়ে খেলা এই উইঙ্গারের ৷