কলকাতা, 14 জুলাই: কলকাতা লিগ, ডুরান্ড কাপ, আইএসএল নিয়ে আলোচনার মাঝেই বড়সড় সঙ্কটে ভারতীয় ফুটবল । ক্রমশ সেই আশঙ্কা বাড়ছে । কারণ ভারতীয় ফুটলের বেহাল অবস্থা শুধরে নিতে না-পারলে ভারতীয় ফুটবলের জন্য অপেক্ষা করছে ফিফার নির্বাসন (FIFA May Ban Indian Football)। সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে নির্বাচন করার ক্ষেত্রে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অন্দরে জটিলতা ক্রমশ বাড়ছে । তবে শুধু তো নির্বাচন করালেই হবে না, গড়তে হবে নতুন কমিটিও । সেই কারণেই শাস্তির সম্ভাবনা আরও বাড়ছে । সুপ্রিম কোর্টের নির্দেশে তিন সদস্যের কমিটি এখন ভারতীয় ফুটবল পরিচালনা করছে । তাঁদের তত্ত্বাবধানেই হবে নির্বাচন । ন্যায়ালয়ের এই পরিচালনা করার বিষয়টিই ফিফা ভালো চোখে দেখছে না ।
গতমাসে ভারতের ফুটবল পরিস্থিতি খতিয়ে দেখতে এদেশে এসেছিলেন ফিফা ও এএফসি-র প্রতিনিধিরা । তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 31 জুলাইয়ের মধ্যে ফেডারেশনের নতুন গঠনতন্ত্রের অনুমোদন নিতে হবে সাধারণ সমিতির কাছ থেকে । আর এখানেই সমস্যা তৈরি হয়েছে । নতুন গঠনতন্ত্রের যে খসড়া তৈরি হয়েছে তাতে আপত্তি তুলেছে রাজ্য সংস্থাগুলি । অনেকটা বিসিসিআইয়ের ধাঁচে ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রশাসনিক কাঠামো সাজানো হচ্ছে । ফেডারেশনের প্রস্তাবিত খসড়ায় বলে হয়েছে, সভাপতি তিন বারের বেশি থাকতে পারবেন না । তারপর তাঁকে কুলিং অফ পিরিয়ডে যেতে হবে । এই নিয়ে আপত্তি রাজ্য সংস্থাগুলির । একইভাবে এক্সিকিউটিভ কমিটিতে কতজন থাকবে তা নিয়েও জটিলতা রয়েছে । রাজ্য সংস্থাগুলি চাইছে 17 বা 18 জন থাকুক এই কমিটিতে । আর খসড়ায় বলা হয়েছে 12 জন থাকবেন এই কমিটিতে । সমস্যা না-মিটলে রাজ্য সংস্থাগুলি ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে । সেক্ষেত্রে শুনানি হতে সময় লাগবে । আর তাতেই পেরিয়ে যেতে পারে ফিফার দেওয়া সময়সীমা । ফিফা এই আইনি কচকচিতে বিরক্ত। তারা নিষেধাঞ্জা বা ব্যান জারি করতে পারে । ব্যান করলে কী সমস্যা হতে পারে ।