কলকাতা, 19 সেপ্টেম্বর: একমাস আগেও পরিস্থিতিটা ছিল ভয়াবহ ৷ ফিফার (FIFA) নির্বাসনে খাঁড়ায় তখন কলঙ্কিত ভারতীয় ফুটবল ৷ দেশের মাটিতে আসন্ন যুব মহিলা ফুটবলের ভবিষ্যৎ ঘিরে তখন একঝাঁক প্রশ্ন ৷ কিন্তু সুপ্রিম নির্দেশ মেনে ফেডারেশন তড়িঘড়ি নির্বাচন অনুষ্ঠিত করায় নির্বাসনমুক্ত হয়েছে ভারতীয় ফুটবল ৷ তাই একমাস পর এসে দেশের ফুটবলে এখন টাটকা বাতাস ৷ তাতে আলাদা মাত্রা যোগ করল আরেকটি বিষয় ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে ভারত সফরে আসতে পারেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ৷ অনুর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ চলাকালীন এদেশে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা তৈরি হয়েছে ইনফান্তিনোর (FIFA chief Infantino might call on PM Modi next month) ৷
সোমবার ফেডারেশনের নয়া কার্যকরী সমিতির বৈঠক বসেছিল ফুটববলের মক্কা কলকাতায় ৷ সেখানেই এমন সম্ভাবনা জোরালো হয়েছে ৷ ইনফান্তিনোর ভারত সফর নিয়ে এদিনের বৈঠকে আলোচনার যা নির্যাস, তাতে মহিলা যুব বিশ্বকাপের ফাইনাল লেগ ম্যাচ চলাকালীন এদেশে পা রাখবেন ফিফা প্রেসিডেন্ট ৷ যা শুরু হচ্ছে আগামী 11 অক্টোেবর ৷ চলবে 30 অক্টোবর পর্যন্ত ৷ ফেডারেশনের তরফে এ বিষয়ে একটি বিবৃতি জারি করে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে ৷