চেন্নাই, 17 মার্চ : ইউক্রেন হামলায় ধীরে ধীরে কোণঠাসা হচ্ছে পুতিনের দেশ ৷ রুশ বাহিনী প্রতিরোধে শুধু ইউক্রেনীয়রাই রাস্তায় নামেনি, তাতে কাঁধ মিলিয়েছে গোটা বিশ্বও ৷ রাস্তায় না নেমেও রাশিয়াকে প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানাচ্ছে একের পর এক সংস্থা, দেশ ৷ এবার আন্তর্জাতিক দাবা সংস্থাও জানিয়ে দিল, আসন্ন দাবা অলিম্পিয়াডে অংশ নিতে পারবে না রাশিয়া, বেলারুশ ৷ শুধু দাবা অলিম্পিয়াডই নয়, পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত ফেডারেশন অনুমোদিত কোনও প্রতিযোগিতাতেই অংশ নিতে পারবে না দুই দেশের খেলোয়াড়েরা (FIDE suspend Russia-Belarus Chess Teams) ৷
একটি বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, ‘‘আইওসির (International Olympic Committee) সুপারিশকে বিবেচনা করে রাশিয়া এবং বেলারুশকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হল ৷ পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত ফেডারেশন অনুমোদিত কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না দুই দেশের খেলোয়াড়েরা ৷’’ ফলে এই প্রথম কোনও আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে থাকবে না আনাতোলি কারপভ, গ্যারি কাসপারভ, ভ্লাদিমির ক্র্যামনিকের দেশ ৷