ভুবনেশ্বর, 21 অক্টোবর: আইএসএল-এ দ্বিতীয় হার লাল-হলুদবাহিনীর ৷ এফসি গোয়ার কাছে 1-2 গোলে হারল ইস্টবেঙ্গল ৷ 41 মিনিটের মাথায় নাওরেম মহেশ সিংয়ের গোলে এগিয়ে গিয়েও শেষ রক্ষা হল না ৷ দ্বিতীয় পর্বে লাল-হলুদের জয়ের আশায় জল ঢেলে দিলেন সন্দেশ ঝিঙ্গান এবং ভিক্টর রড্রিগেজ ৷
বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হারতে হয়েছিল খারাপ রেফারিংয়ের কারণে । কিন্তু ভুবনেশ্বরে এফসি গোয়ার বিরুদ্ধে নিজ ভুলে দলের ব্যর্থতা ডেকে আনলেন কার্লেস কুয়াদ্রাত । নন্দকুমারের লম্বা দৌড়ের পরে মাপা পাস না রিসিভ করে সোয়ার্ভিং শটে বল জালে জড়িয়ে দেন নাওরেম মহেশ সিং। ম্যাচের বয়স তখন মাত্র 41 মিনিট । শনিবার উইং ধরে নয় মাঝমাঠে একটু ভেতর রাখা হয়েছিল মহেশকে । নতুন ভূমিকায় মানিয়ে নিয়ে কার্যকরি হওয়ার চেষ্টা চলছিল । ভুবনেশ্বরে এফসি গোয়ার বিরুদ্ধে এই গোল প্রমাণ করে মানিয়ে নিতে পেরেছেন তিনি।
দুর্গা পুজোর মহাসপ্তমীর সন্ধ্যায় ইস্টবেঙ্গল এফসি তাদের হোম ম্যাচ খেলল ভুবনেশ্বরের মাটিতে । পরভূমে নিজ ম্যাচে কার্লেস কুয়াদ্রাত ট্যাকটিক্যাল ফুটবলে জয়ের কড়ি সাজাতে চেয়েছিলেন । কিন্তু সেই পরিকল্পনা এদিন মাঠে মারা গেল ৷ প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকা সত্ত্বেও বিরতির পরে অতিরিক্ত রক্ষণাত্মক হতে গিয়ে হল মুশকিল ।