নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর : এতদিন তাঁর বায়োপিকে কে অভিনয় করবে সেই নিয়ে জল্পনা চলছিল ৷ এবার নিজেই অভিনয় করে ফেললেন টোকিয়ো অলিম্পিকসে সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়া ৷ একটি সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে ৷ অতীতে এই সংস্থাটির হয়ে বিজ্ঞাপনে মুখ দেখিয়েছিলেন রাহুল দ্রাবিড় ৷ ভীষণ ভাইরাল হয়েছিল দ্রাবিড় অভিনীত সেই বিজ্ঞাপন ৷ এবার পালা নীরজের ৷
6 ফুটের সুদর্শন তরুণ নীরজ নাকি পর্দার জন্য একদম পারফেক্ট ৷ এমনটাই ধারণা তাঁর অনুরাগীদের ৷ সেই ফ্যানদের ইচ্ছেপূরণ করে ফেলেছেন নীরজ ৷ একটি সংস্থার হয়ে বিজ্ঞাপনে অভিনয় করেছেন ৷ একটি বিজ্ঞাপনে পাঁচটি চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ৷ একজন সাংবাদিক, ব্যাঙ্কের ক্যাশিয়ার, একজন মার্কেটিং এক্সিকিউটিভ, চিত্রপরিচালক এবং জ্যাভলিন থ্রোয়ারের চরিত্রে অভিনয় করেছেন ৷ 40 সেকেন্ডের বিজ্ঞাপনে প্রতিটি চরিত্রকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন নীরজ ৷