নয়াদিল্লি, 4 জুলাই : "এমন অনেক কিছু আছে যা আগে জানতাম না ৷ কিন্তু এখন জানি ৷" টোকিয়োর উদ্দেশে রওনা দেওয়ার আগে দেশের দ্রুততম মহিলা দৌড়বিদ দ্যুতি চাঁদের গলায় আত্মবিশ্বাসের সুর ঝরে পড়ছে ৷ যে আত্মবিশ্বাসের ছিঁটেফোঁটাও রিও অলিম্পিকসের সময় ছিল না ৷ দ্যুতি বলছেন, অলিম্পিকসের মঞ্চের জন্য দিন-রাত নিজেকে প্রস্তুত করেছেন ৷ এখন শুধু টোকিয়োগামী বিমানে ওঠার অপেক্ষা ৷
বিশ্ব ব়্যাঙ্কিং কোটায় শেষ মুহূর্তে অলিম্পিকসে অংশ নেওয়ার সুযোগ এসেছে ৷ 100 ও 200 মিটার উভয় বিভাগেই অংশ নেবেন ৷ দেশের অন্যতম দ্রুততম মহিলা দ্যুতি চাঁদের এখন নাওয়া খাওয়ার সময় নেই ৷ দারিদ্র্যের সঙ্গে ক্রমাগত লড়াই করে এই জায়গায় পৌঁছেছেন ৷ কেরিয়ারের চড়াই উতরাই দেখেছেন ৷ সমপ্রেমের কথা প্রকাশ্যে এনে বিতর্কে জড়িয়েছেন ৷ ওড়িশার ব্রাহ্মণী নদীর পাড় ধরে খালি পায়ে দৌড়াতেন ৷ জুতো কেনারও টাকা ছিল না ৷ 100 ও 200 মিটার স্প্রিন্টে সেই দ্যুতিই এখন দেশের পদক জয়ের ভরসা ৷
নিজের প্রতি গর্ব হচ্ছে দ্যুতির ৷ ইটিভি ভারতের সঙ্গে কথোপকথনে ওড়িশার এই স্প্রিন্টার বলেছেন, "আমি নিজেকে নিয়ে ভীষণ গর্বিত ৷ আমিই একমাত্র ভারতীয় অ্যাথলিট যে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের মাধ্যমে 100 ও 200 দুটি ইভেন্টেই যোগ্যতা অর্জন করেছে ৷ 2016 সালে রিও অলিম্পিকসে যোগ্যতা অর্জন করেছিলাম ৷ এই নিয়ে দ্বিতীয় অলিম্পিকসের মঞ্চে নিজেকে দেখতে পাব ৷"
একসময় ভারতীয় অ্যাথলেটিক্সে ঝড় তুলেছিলেন পিটি উষা ৷ কেরালার এই প্রাক্তন স্প্রিন্টারকে বলা হয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানি ৷ অলিম্পিকসে ভারতীয়দের প্রত্যাশার ব্যাটনটা পিটি উষার থেকে দ্যুতির কাঁধে গিয়ে পড়েছে ৷ দ্যুতি নিজেও সেটা বোঝেন ৷ ফোন মারফত ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে কথোপকথনে দ্যুতি বলছেন, "পদক জয়ের লক্ষ্যে আমি শুধু কঠিন পরিশ্রম করতে পারি ৷ বাকিটা ঈশ্বরের হাতে ৷ ওটা আমার হাতে নেই ৷"
তাঁর কথায়, "ভাল কিছু হওয়ার আশা করতে পারি ৷ যদি ভাল পারফরম্যান্স দিতে পারি তাহলে সেমিফাইনাল এবং ফাইনালে জায়গা করে নিতে পারব ৷ লোকে চায় আমি সোনা জিতে ফিরি ৷ প্রত্যাশাটা বুঝতে পারছি ৷ তাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব ৷ এতদিন ধরে যত পরিশ্রম করেছি সবটা উজাড় করে দেব ৷" 23 জুলাই থেকে শুরু হতে চলা টোকিয়ো অলিম্পিকসে 100 মিটার ও 200 মিটার ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট 56 জন অ্যাথলিট ৷ 100 মিটারে ওড়িশার তারকা স্প্রিন্টার দ্যুতি বিশ্ব র্যাঙ্কিংয়ের 41 নম্বরে স্থানে রয়েছে ৷ 200 মিটারে তাঁর র্যাঙ্কিং 50 ৷ সেই সুবাদে অলিম্পিকসের দরজা খুলে যায় তাঁর সামনে ৷
আরও পড়ুন : Pranati Nayak : অলিম্পিকস পদকের স্বপ্নে বুঁদ জিমন্যাস্ট প্রণতির গ্রাম পিংলা